ডেনিশ রূপকথা চলছেই

সেমিতে ওঠার উল্লাসছবি : রয়টার্স

রাতটা পাত্রিক শিকের জন্য আনন্দের হতে পারত।

এই ইউরোতে আলো ছড়ানো বায়ার লেভারকুসেনের এই স্ট্রাইকার গোল পেয়েছেন এই ম্যাচেও। সব মিলিয়ে টুর্নামেন্টে তাঁর গোল হয়েছে পাঁচটি। ঠিক ২০০৪ ইউরোতে পূর্বসূরি মিলান বারোসের করা গোলের সমান। তবে পূর্বসূরির সমান গোল করতে পারলেও, পূর্বসূরির মতো দলকে সেমিফাইনালে তুলতে পারলেন না এই স্ট্রাইকার। চেক প্রজাতন্ত্র বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।

তাঁদের সেমিতে উঠতে দেয়নি ডেনমার্ক। সেই ডেনমার্ক, শারীরিক অসুস্থতার কারণে প্রথম ম্যাচে দলের সবচেয়ে ভালো খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেনের বিদায় নেওয়ার কারণে যাদের ভাবা হচ্ছিল প্রথম রাউন্ডের গণ্ডিই পেরোতে পারবে না। সেই ডেনমার্ক, যে দলটা সেই এরিকসেনের প্রেরণাতেই উজ্জীবিত হয়ে খেলার মাঠে ফোটাচ্ছে একের পর এক ফুল। চেক প্রজাতন্ত্রকে তাঁরা হারিয়েছে ২-১ গোলে। ডেনিশদের হয়ে গোল করেছেন টমাস ডেলেনি ও ক্যাসপার ডলবার্গ। চেক প্রজাতন্ত্রের হয়ে গোলটি ওই যে, পাত্রিক শিকের!

ডলবার্গের গোল
ছবি : রয়টার্স

প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলা শুরু করে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর একটা ম্যাচ শুরু হয় প্রথম থেকেই। তবে ভাগ্যের শিকে সবার প্রথমে ছেঁড়ে ডেনমার্কেরই। রাইট উইংব্যাক ইয়েন্স স্ট্রিগার লারসেনের কর্নারে মাথা ঠেকিয়ে ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার টমাস ডেলেনি। ডেলেনি এবার একটু নিচে খেলছিলেন, গোল করাটা ঠিক তাঁর কাজ নয়। সে কারণেই কি না, ডেলেনিকে ভালোভাবে মার্কও করেনি চেক খেলোয়াড়েরা। সেটারই মাশুল দিয়েছে দলটা।

ডেনমার্কের দুই উইংব্যাক লারসেন আর জোয়াকিম মেয়লের খেলা ছিল দেখার মতো। লেফট উইংব্যাক হয়েও ডানপায়ের ব্যবহার করে যেভাবে ৪২ মিনিটে দুর্দান্ত এক ক্রস বক্সে পাঠালেন, সেই অ্যাসিস্টটাকে টুর্নামেন্টের সেরা অ্যাসিস্ট বলা হলেও ভুল বলা হবে না। স্ট্রাইকার ক্যাসপার ডলবার্গের শুধু পা ঠেকালেই হয়ে যেত, যে কাজটা তিনি বেশ ভালোভাবেই করেছেন। ব্রায়ান লাউড্রপ, হেনরিক লারসেন, জন ডাল টমাসন ও ফ্রাঙ্ক আরনেসেনের পাশাপাশি এখন ডেনমার্কের হয়ে ইউরোতে সর্বোচ্চ তিন গোল হয়ে গেল এই ডলবার্গেরও।

গোল করলেও দলকে জেতাতে পারেননি শিক
ছবি : রয়টার্স

দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে খেলা শুরু করে চেক প্রজাতন্ত্র। ফলও পেয়ে যায় হাতেনাতে। রাইটব্যাক ভ্লাদিমির কুফলের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান কমান শিক। টুর্নামেন্টে এটা তাঁর পঞ্চম গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি আপাতত এই ইউরোর সর্বোচ্চ গোলদাতা তিনি। এখনও টুর্নামেন্টে বাদ পড়েনি এমন খেলোয়াড়দের মধ্যে শুধু ডলবার্গ আর ইংল্যান্ডের রহিম স্টার্লিংই আছেন তাঁর পেছনে, তিন গোল নিয়ে।

শেষে বেশ ভালোমতো প্রেস করে খেলেও প্রত্যাশিত গোলটা বের করে আনতে পারেনি চেকরা। ফলে এবার ইউরোতে তাঁদের যাত্রারও সমাপ্তি ঘটে যায় নব্বই মিনিট শেষে। সেমিফাইনালে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে ডেনমার্ক।