ড্র ম্যাচে মেসির হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ

দারুণ খেলেছেন মেসি। একাধিক গোল পেতে পারতেন তিনি। শেষ পর্যন্ত হয়নি।ছবি: এএফপি

এস্তাদিও ইউনিকো মাদ্রে দি সিউদাদেস স্টেডিয়াম উদ্ধোধন করা হয়েছে গত মার্চে। সেখানে বিশ্বকাপ বাছাইপর্বে আজ ভোরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা না থেকেও ছিলেন। ’৮৬ বিশ্বকাপ মহানায়কের মূর্তি উন্মোচন করে তাঁকে সম্মান জানিয়ে মাঠে নেমে চিলিকে হারানোর সুযোগ নষ্ট করেছেন লিওনেল মেসিরা।

গত বছরের নভেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া ম্যারাডোনার মূর্তি উন্মোচনের কারণে মেসি–ডি মারিয়াদের জন্য এটি ছিল আবেগের ম্যাচ। ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়ে জয় তুলে নিতে পারলে সেই আবেগকে রাঙিয়ে দিতে পারত লিওনেল স্কালোনির দল।

২৪ মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলের পর ৩৬ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এখনো অপরাজিত থাকলেও এই ড্রয়ে ব্রাজিলকে টপকে শীর্ষস্থানে ওঠার সুযোগ হারাল তারা।

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। অন্য ম্যাচে ভেনিজুয়েলাকে ৩–১ গোলে হারিয়েছে বলিভিয়া। উরুগুয়ে–প্যারাগুয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইকুয়েডর। চারে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ৫ ম্যাচে ৭ পয়েন্ট। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে চিলি।

মেসিকে কয়েকবার রুখে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
ছবি: এএফপি

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে তুলামূলক বেশি ভালো খেলেছে আর্জেন্টিনা। এ সময় চিলির গোলপোস্টে লেগে মেসির একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। এ ছাড়াও চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর তিনবার কঠিন পরীক্ষা নিয়েছেন মেসি। করোনায় আক্রান্ত হওয়ায় আর্তুরো ভিদালকে ছাড়াই মাঠে নেমেছিল চিলি।

১৫ মিনিটে তাদের ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্গাস সুযোগ পেয়েও আর্জেন্টিনার পোস্টের বাইরে শট নেন। ২৪ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছে চিলি ডিফেন্ডার গিলের্মো মারিপানের সৌজন্যে।

স্বাগতিক স্ট্রাইকার লাউতারো মার্তিনেজকে বক্সে ফেলে দেন তিনি। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) এর হস্তক্ষেপে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু এই এগিয়ে যাওয়া মাত্র ১২ মিনিট ধরে রাখতে পারে স্কালোনির দল।

গ্যারি মেদেলের পাস থেকে গোল করেন চিলি ফরোয়ার্ড সানচেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাভো দেয়াল হয়ে না দাঁড়ালে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে পারতেন মেসি। তাঁর ২০ গজ দূরত্ব থেকে নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাভো। বিরতির পর আনহেল ডি মারিয়া ও মার্তিনেজের গোলের চেস্টাও নসাৎ করে দেন ব্রাভো। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নিজের সুবিধাজনক জায়গা থেকে চিলির পোস্টে বল মারেন মেসি।

চিলির হয়ে গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
ছবি: এএফপি

একদম শেষ মুহূর্তে ব্রাভোর আরও দুটি পরীক্ষা নেন বার্সা তারকা। সাবেক সতীর্থ আর গোলবার এমন বাধা হয়ে না দাঁড়ালে মেসির হয়তো হ্যাটট্রিকই হয়ে যেত, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত আর্জেন্টিনা।

প্যারাগুয়ের বিপক্ষে পরীক্ষিত স্ট্রাইকার এডিনসন কাভানিকে ছাড়াই মাঠে নেমেছিল উরুগুয়ে। সদ্যই পুত্রসন্তানের বাবা হয়েছেন, নিজের সঙ্গীর সঙ্গে রয়েছেন তিনি। এ ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের জোনাথন রদ্রিগেজ প্যারাগুয়ের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করে দেওয়া হয়।