ঢাকায় আসছেন পেলে?

পেলে আসছেন ঢাকায়? ফাইল ছবি, এএফপি
পেলে আসছেন ঢাকায়? ফাইল ছবি, এএফপি

ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় দেখা যেতে পারে ফুটবলের প্রবাদপুরুষ পেলেকে। তাঁকে দুই দিনের সফরে ঢাকায় নিয়ে আসছে ‘চল খেলি’ নামের এক সংগঠন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ঢাকায় আনা হচ্ছে বলে চল খেলি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বাফুফের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘এই মুহূর্তে আমাদের পক্ষে বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে শুনেছি চল খেলি নামের ট্রাস্টি পেলেকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কখন পেলে ঢাকায় আসবেন, সেটা এখনো ঠিক হয়নি। পেলে ঢাকায় এসে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সময় কাটাবেন, স্বাধীন বাংলা দলকে সংবর্ধনা দেবেন শুনেছি।’

পেলে এলে তিনিই হবেন ঢাকায় পা রাখা সবচেয়ে বড় ফুটবলার। এর আগে ঢাকায় এসেছেন জিনেদিন জিদান। আর্জেন্টিনা দলকে নিয়ে ২০১১ সালে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসিও।