তাঁদের ‘কাঁদিয়ে’ ধন্যবাদ দিলেন রোনালদো

কাল নতুন মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।ছবি: রয়টার্স

বিশ্বস্ত প্রতিপক্ষ?

যাহ্‌, এভাবে বিশেষায়িত আবার কোনো প্রতিপক্ষ হয় নাকি! প্রতিপক্ষ তো প্রতিপক্ষই, কায়মনোবাক্যে হারানোর পণ করে মাঠে নামে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক এ জন্যই তাঁর প্রতিপক্ষ দলগুলোকে বলছেন বিশ্বস্ত; জানাচ্ছেন ধন্যবাদ। পর্তুগিজ তারকা তো একের পর এক বাধা ডিঙিয়ে মাইলফলক গড়তে ভালোবাসেন। তাঁর ক্যারিয়ারে যেসব দল বাধা হয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত আরও উন্নতি করতে সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো।

এখনো ভালো করার খিদেই রোনালদোকে সেরাদের কাতারে রাখছে।
ছবি: রয়টার্স

অবাক লাগলেও কথাটা সত্য। আর বিশ্বমানের অ্যাথলেটরাও এমনই হয়ে থাকেন। ভালো করার খিদেটা জিইয়ে রাখতে দরকার হয় প্রতিপক্ষ। ক্যারিয়ারের শুরু থেকে নানা জায়গায় নানা দলের মুখোমুখি হচ্ছেন পর্তুগিজ তারকা। এই মুখোমুখি হওয়াটা তাঁর কাছে বাধা ডিঙানোর লড়াইয়ের মতো। গোল করে সেসব বাধা ডিঙাতে ডিঙাতে রোনালদোর বয়স হয়ে গেল ৩৫ বছর। এই পথে তিনি ভেঙেছেন নানা পদের নানা জাতের মাইলফলক। কালও যেমন চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ক্যারিয়ারে ৭৫০তম গোলের দেখা পেয়ে যান রোনালদো। ক্লাব ও জাতীয় দলের স্বীকৃত ম্যাচ মিলিয়ে তিনজন খেলোয়াড় এই মাইলফলকের দেখা পেয়েছেন—জোসেফ বাইকান (৭৫৯), পেলে (৭৫৭) ও রোনালদো (৭৫০)।

ম্যাচের ৫৭ মিনিটে করা গোল থেকে মাইলফলকটির দেখা পান জুভেন্টাস তারকা। স্বাভাবিকভাবেই তাঁর উচ্ছ্বসিত হওয়ার কথা। রোনালদো তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারে জগদ্বিখ্যাত সব কোচ ও সতীর্থদের সঙ্গে কাজ করেছেন পর্তুগিজ তারকা।

রোনালদো না থাকলে জুভেন্টাসের খেলায় প্রাণ থাকে না।
ছবি: এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসন, রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলত্তি, জোসে মরিনহো এবং জিনেদিন জিদান, জুভেন্টাসে মরিজিও সারির পর এখন আছেন কোচ আন্দ্রেয়া পিরলোর সঙ্গে।

শুধু সতীর্থ ও কোচ নয়, প্রতিপক্ষ দলগুলোকেও রোনালদো ধন্যবাদ জানিয়েছেন এভাবে, ‘৭৫০ গোল, ৭৫০টি সুখের মুহূর্ত, সমর্থকদের মুখে ৭৫০ বার হাসি। এ অবিশ্বাস্য সংখ্যায় পৌঁছাতে যেসব কোচ ও খেলোয়াড় আমাকে সাহায্য করেছে, তাদের ধন্যবাদ। আমার সব বিশ্বস্ত প্রতিপক্ষকেও ধন্যবাদ জানাই, প্রতিদিন কাজটা আরও কঠিন করে তোলার জন্য, আরও বেশি পরিশ্রম করার তাড়না জোগানোর জন্য।’

রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, জুভেন্টাসের হয়ে ৭৫ ও স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন ২ গোল। আর পর্তুগাল জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ১০২। কিছুদিন আগেই ইতিহাসের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে শত গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোনালদো।