তাসকিনের বলে আঘাত পেলেন আফিফ-মুশফিক

ফিজিও–র সঙ্গে মাঠ ছাড়ছেন আফিফছবি: প্রথম আলো

প্রথমে আফিফ হোসেন, এরপর মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান আজ পেসার তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছেন।

আফিফ তো বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা গেছে, দুজনের চোট গুরুতর কিছু নয়।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন ছিল বিকেল চারটায়। গা গরম ও টুকটাক ফিল্ডিং অনুশীলনের পর মিরপুরের ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হতে হতে বিকেল পাঁচটা। ততক্ষণে দিনের আলো কিছুটা কমে আসায় হয়তো আফিফ-মুশফিকের এ দুর্গতি।

বাংলাদেশ দলের অনুশীলনে মুশফিক
ফাইল ছবি: প্রথম আলো

তাসকিনের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে লাগে আফিফের ডান হাতে। সঙ্গে সঙ্গেই উইকেটের পাশে শুয়ে পড়েন আফিফ। এরপর ব্যথার যন্ত্রণা নিয়ে আফিফ ইনডোর ছেড়ে ড্রেসিংরুমে ফিরে আসেন। সঙ্গে ছিলেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। এরপর আর ড্রেসিংরুম থেকে বের হতে দেখা যায়নি এই ব্যাটসম্যানকে।

তবে মাঠ ছাড়লেও আফিফের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘আফিফের চোট ততটা গুরুতর নয়। সে রকম কিছু হলে তো ভেতর থেকে স্ক্যান করতে বলত। যেহেতু বলেনি, আমার মনে হয়, খারাপ কিছু নয়। এ নিয়ে আমাকে কিছু জানাইনি। অমন কিছু হলে আমাকে জানানো হতো।’

কিছুক্ষণ পর সেই তাসকিনের বোলিংয়ে পায়ে চোট পান মুশফিক। তবে স্বস্তির খবর, মুশফিককে পরে আবার ব্যাটিং করতে দেখা গেছে।