তিন গোল খাওয়ার পর বদল হলো গোলকিপার

ব্রাদার্স আজ গোলকিপার বদল করেছে।ছবি: তানভীর আহাম্মেদ

প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে টানা জয়। এরপর আবার টানা চার ম্যাচ ড্র। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩–১ গোলে হারিয়ে সেই ড্রয়ের বৃত্ত থেকে বের হয়ে এসেছে ধানমন্ডির ক্লাবটি। শেখ জামালের একটি করে গোল করেছেন তিন বিদেশি সুলাইমান সিল্লাহ, পা ওমর জোবে ও ভালি ওতাবেক। ব্রাদার্সের হয়ে ব্যবধান কমিয়েছেন ফয়সাল মাহমুদ।

গাম্বিয়ান তিন ফরোয়ার্ড ওমর জোবে, সলোমন কিং ও সুলাইমান সিল্লাহর সঙ্গে উজবেকিস্তানের ওতাবেক। জামালের এই ফরোয়ার্ড লাইনকে লিগের অন্যতম সেরা ধরা হয়। তাঁদের সামনে বাঁধ তৈরি করার সব চেষ্টায় করেছিল ব্রাদার্স। গোপীবাগের দলটি আজ প্রথমবারের মতো তিন সেন্টারব্যাক খেলিয়ে ৫–৩–২ ফরমেশনে খেলেছে। ওসাই মানডে, কৃষ্ণপদ, মুন্নো মিয়া, অরূপ কুমার ও ফুরকাত জনকে নিয়ে গড়া সেই রক্ষণভাগ উড়ে গিয়েছে জামালের সামনে। বদলি গোলরক্ষক জাফর সরদার শেষ দিকে ভালো দুটি সেভ না দিলে ব্যবধান বেড়ে যেত আরও।

প্রধান কোচ আবদুল কাইয়ুম চলে যাওয়ার পর টানা চার ম্যাচ কোচ ছাড়া খেলেছে ব্রাদার্স। ওদিকে স্পট ফিক্সিং ও অনলাইন বেটিংয়ের অভিযোগও উঠেছে ক্লাবটির বিপক্ষে। আজও ডাগআউটে দাঁড়িয়েছেন দলের ম্যানেজার আমির খান। তিন গোলের পর গোলকিপার বদলানোর সিদ্ধান্তটাও তাঁর। অবশ্য ১৮ মিনিটেই ভালো সেভ দিয়ে দলকে বাঁচিয়েছেন ব্রাদার্সের নিয়মিত গোলরক্ষক তিতুমীর চৌধুরী।

ওতাবেকের কর্নার থেকে সুলাইমান সিল্লাহ ফ্লিক করলে দূরের পোস্টে সেই বলে হেডে নিয়েছিলেন সলোমন। ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন তিতুমীর। তবে বল গোললাইন অতিক্রম করেছিল বলে দাবি তুলেছিলেন সলোমন। ৩৪ মিনিটে জামালকে এগিয়ে নেন সলোমনের স্বদেশি সুলাইমান সিল্লাহ। ডান প্রান্ত থেকে রাইটব্যাক মনির হোসেনের ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে টোকা দিয়ে জালে জড়িয়েছেন তিনি। লিগে এটি তাঁর পঞ্চম গোল।

৫৯ মিনিটে ২–০ করেছেন ওমর জোবে। সলোমনের থ্রু থেকে ব্রাদার্স ডিফেন্ডারদের গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠিয়েছেন জোবে। এই নিয়ে লিগে ১২ গোল করে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিওর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি। ৭৩ মিনিটে নুরুল আবসারের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। এর ২ মিনিট পরই ফ্রি–কিক থেকে দুর্দান্ত গোল করেছেন ওতাবেক। বক্সের বাইরে থেকে নেওয়া ওতাবেকের শট সরাসরি জালে জড়িয়ে যায়।

দুর্দান্ত ফর্মে আছেন জোবে।
ছবি: প্রথম আলো

এরপরই ব্রাদার্স গোলকিপারে বদল আনে। তিতুমীরের জায়গায় নামানো হয় জাফরকে। এবারের লিগে প্রথম মাঠে নামলেও ভালো দুটি সেভ দিয়েছেন তিনি। ব্যবধান কমানোর সুযোগও পায় ব্রাদার্স। ৭৯ মিনিটে জোসেফ নূরের শট ক্রসবারে লাগে। দুই মিনিট পরে ব্যবধান কমিয়েছেন ব্রাদার্সের অধিনায়ক ও মিডফিল্ডার ফয়সাল। ফুরকাতের কর্নার থেকে হেডে গোলটি করেন ফয়সাল, ৩–১। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট ১৩ দলের টেবিলে ১২তম অবস্থানে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২–১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব। বিজয়ীদের গোল দুটি জমির উদ্দিন ও ফ্রেডরিক পুদার। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পুলিশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান আরামবাগের নিহাত জামান। এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে পুলিশ। সমানসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আরামবাগ।