তিনবার এগিয়ে গিয়েও পারল না জার্মানি

টানা তিন ম্যাচ জয়হীন জার্মানরাছবি: রয়টার্স

ইউরোপে কাল ছিল প্রীতি ম্যাচের রাত। কিছু ম্যাচে তো রীতিমতো গোল উৎসব হয়েছে। কোলনে জার্মানি-তুরস্ক প্রীতি ম্যাচে দেখা গেল ছয় গোলের রোমাঞ্চ। তবে শেষ বাঁশি বাজার পর হতাশই হবেন জার্মানি কোচ জোয়াকিম লো। তিন-তিনবার এগিয়ে থেকেও জার্মানি যে ম্যাচটা জিততে পারেনি। যোগ করা সময়ের গোলে ৩-৩ গোলের ড্র আদায় করে নিয়েছে তুরস্ক। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা তিন ম্যাচ জিততে পারল না ২০১৪ বিশ্বকাপজয়ীরা। কালকের ম্যাচের আগে জার্মানরা সুইজারল্যান্ড ও স্পেনের সর্বশেষ দুটি সঙ্গে ড্র করেছে।

প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। কাইল হাভার্টৎজের পাস থেকে গোলটি করেন তিনি। কিন্তু বিরতির পর পাঁচ মিনিটের মাথায় ওজান তুফান সমতায় ফেরান তুরস্ককে। সেটিও বেশিক্ষণের জন্য নয়। ৫৮ মিনিটে হাভার্টৎজের সঙ্গে দ্রুতলয়ে বল আদান-প্রদান করে জার্মানির জার্সিতে অভিষেকেই গোল করেন ফ্লোরিয়ান নিউয়াস। ৬৭ মিনিটে এই নিউয়াসের ভুলেই কাছাকাছি জায়গা থেকে নেওয়া শটে করা গোলে তুরস্ককে আবার সমতায় ফেরান এফেকান কারাকা।

তুরস্ক–জার্মানি প্রীতি ম্যাচ কাল রাতে দেখিয়েছে ৬ গোলের রোমাঞ্চ।
ছবি: রয়টার্স

রপর ৮০ মিনিট পর্যন্ত গোল পায়নি কোনো দল। পরের মিনিটে জার্মানিকে আবারও এগিয়ে দেন জিয়ান-লুকা ওয়াল্ডস্মিত। তখন মনে হয়েছে আর ঘুরে দাঁড়াতে পারবে না তুরস্ক। বদলি হয়ে মাঠে নামা কেনান কারামান সম্ভবত অন্য কিছু ভেবে রেখেছিলেন। ৬৩ মিনিটে মাঠে নামার পর একবার গোলপোস্ট কাঁপান তিনি। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে যোগ করা সময়ে তুরস্ককে সমতায় ফেরান তিনি। গত সেপ্টেম্বরে সর্বশেষ দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল জার্মানি। এ দুটি ম্যাচেও এগিয়ে থেকে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জোয়াকিম লো-র দলকে। এ বছর এখনো জয়বঞ্চিত রইল জার্মানি।

সেয়ানে–সেয়ানে লড়েছে তুরস্ক।
ছবি: রয়টার্স

নেশনস কাপ সামনে রেখে নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার এবং সার্জ নাব্রিকে বিশ্রাম দিয়েছিলেন লো। প্রায় ৩০০ দর্শকের সামনে ম্যাচটি খেলেছে জার্মানি। এর আগে প্রায় ৯ হাজার দর্শক মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু স্থানীয় অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্তটি থেকে সরে আসে তারা।

কাল রাতে অন্য প্রীতি ম্যাচে মলদোভাকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইতালি। মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছে নেদারল্যান্ডস। ফিনল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে পোল্যান্ড। এ ম্যাচে মাত্র ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন ওয়েস্টব্রমের পোলিশ স্ট্রাইকার কামিল গ্রোসিকি। ফারো আইল্যান্ডসকে ৪-০ গোলে হারায় ডেনমার্ক।