দলবদল: এবার চেলসির নজর রক্ষণে

চেলসিকে ঢেলে সাজাচ্ছেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডছবি: রয়টার্স

৫ কোটি পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির ইংলিশ লেফটব্যাক বেন চিলওয়েলকে দলে আনছে চেলসি, এমন খবর দিয়েছে শীর্ষস্থানীয় সকল ব্রিটিশ সংবাদমাধ্যম। বহুদিন ধরেই ডিফেন্সের বাঁ দিকে খেলানোর জন্য খেলোয়াড় খুঁজছিল চেলসি। নজর দিয়েছিল আয়াক্সের নিকোলাস তাগলিয়াফিকো থেকে শুরু করে সেভিয়ার সার্জিও রেগিলন—অনেকের দিকেই। শেষমেশ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সবচেয়ে বেশি পছন্দের খেলোয়াড়কেই দলে আনতে চলেছে লণ্ডনের ক্লাবটা।

এমন আরও হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। আদৌ কি মেসি বার্সেলোনা ছাড়বেন? নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? জেডন সানচোর কী অবস্থা? কিলিয়ান এমবাপ্পে কি রিয়ালে যেতে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে এখন। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—

বেন চিলওয়েল আসতে পারেন চেলসিতে
ছবি: এএফপি

সাম্প্রতিক দলবদল

আলেসান্দ্রো প্লিজ্জারি (এসি মিলান থেকে রেজ্জিনা)

দলবদলের গুরুত্বপূর্ণ গুঞ্জন

বার্সেলোনায় আসতে পারেন যারা

জর্জিনিও ভাইনালদাম (লিভারপুল)

মেম্ফিস ডিপাই (অলিম্পিক লিওঁ)

মাতেও গেনদুজি (আর্সেনাল)

ডনি ফন ডি বিক (আয়াক্স)

মালাং সার (নিস)

ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস)

বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)

চাগলার সোয়ুঞ্জু (লেস্টার সিটি)

এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি)

রিয়াল মাদ্রিদে আসতে পারেন যারা

রোমেলু লুকাকু (ইন্টার মিলান)

পাওলো দিবালা (জুভেন্টাস)

সাদিও মানে (লিভারপুল)

রাফায়েল লিয়াও (এসি মিলান)

নুনো মেন্দেস (স্পোর্টিং লিসবন)

অ্যাটলেটিকো মাদ্রিদে আসতে পারেন যারা

মাতেও গেনদুজি (আর্সেনাল)

ফেদেরিকো বার্নাদেস্কি (জুভেন্টাস)

অ্যালান (নাপোলি)

মার্কো দিমিত্রোভিচ (এইবার)

প্যাট্রিক দে পলা (পালমেইরাস)

লুকাস তোরেইরা (আর্সেনাল)

লিভারপুলে আসতে পারেন যারা

থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ)

তালেস মাগনো (ভাস্কো দা গামা)

আইসা মান্দি (রিয়াল বেতিস)

বেন হোয়াইট (ব্রাইটন)

ডেভিড ব্রুকস (বোর্নমাউথ)

ম্যানচেস্টার সিটিতে আসতে পারেন যারা

লিওনেল মেসি (বার্সেলোনা)

হ্যারি উইঙ্কস (টটেনহাম হটস্পার)

কালিদু কুলিবালি (নাপোলি)

জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ)

হুসাম আউয়ার (অলিম্পিক লিওঁ)

ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে পারেন যারা

অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)

ডেভিড ব্রুকস (বোর্নমাউথ)

জেডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)

স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা)

ওসমানে দেম্বেলে (বার্সেলোনা)

ইভান রাকিতিচ (বার্সেলোনা)

আর্তুরো ভিদাল (বার্সেলোনা)

ডগলাস কস্তা (জুভেন্টাস)

ফিলিপ স্তেভানোভিচ (পার্টিজান বেলগ্রেড)

হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)

ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ)

গ্যাব্রিয়েল মাগালহেস (লিল)

অ্যালেক্স মেরেত (নাপোলি)

চেলসিতে আসতে পারেন যারা

থিয়াগো সিলভা (পিএসজি)

অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)

আন্দ্রে ওনানা (আয়াক্স)

ডেক্লান রাইস (ওয়েস্ট হাম)

বেন চিলওয়েল (লেস্টার সিটি)

লুইস ডাঙ্ক (ব্রাইটন)

ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ)

হোসে হিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)

সার্জিও রেগিলন (রিয়াল মাদ্রিদ)

কাই হাভের্তজ (বেয়ার লেভারকুসেন)

নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)

টটেনহামে আসতে পারেন যারা

ক্যালাম উইলসন (বোর্নমাউথ)

এইনসলি মেইটল্যান্ড নাইলস (আর্সেনাল)

মরগান সানসোনে (মার্শেই)

জেকি চেলিক (লিল)

মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান)

আর্সেনালে আসতে পারেন যারা

দানিয়েলে রুগানি (জুভেন্টাস)

দানিলো পেরেইরা (পোর্তো)

মরগান সানসোনে (মার্শেই)

হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)

গ্যাব্রিয়েল মাগালহেস (লিল)

হুসাম আউয়ার (অলিম্পিক লিওঁ)

ফিলিপে কুতিনহো (বার্সেলোনা)

পিএসজিতে আসতে পারেন যারা

মাতেও গেনদুজি (আর্সেনাল)

উইলফ্রায়েড জাহা (ক্রিস্টাল প্যালেস)

টিমোথি কাস্তানিয়ে (আতালান্তা)

রদ্রিগো মোরেনো (ভ্যালেন্সিয়া)

ওডিওন ইঘালো (সাংহাই শেনহুয়া)

জোশুয়া কিং (বোর্নমাউথ)

হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)

কালিদু কুলিবালি (নাপোলি)

ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ)

মিলান স্ক্রিনিয়ার (ইন্টার মিলান)

এমারসন (রিয়াল বেতিস)

থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ)

লিও দুবোয়া (অলিম্পিক লিওঁ)

জুভেন্টাসে আসতে পারেন যারা

পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড)

এডিন জেকো (এএস রোমা)

হেক্টর বেয়েরিন (আর্সেনাল)

করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)

সার্জিনো দেস্ত (আয়াক্স)

ডোয়াইট ম্যাকনিল (বার্নলি)

আন্দ্রেয়া পিনামোন্তি (ইন্টার মিলান)

জিয়ানলুকা স্কামাকা (সাসসুয়োলো)

ইসকো (রিয়াল মাদ্রিদ)

সান্দ্রো তোনালি (ব্রেসিয়া)

জর্জিনহো (চেলসি)

হুসাম আউয়ার (অলিম্পিক লিওঁ)

এসি মিলানে আসতে পারেন যারা

সার্জ অরিয়ের (টটেনহাম হটস্পার)

ডারউইন নুনেজ (আলমেরিয়া)

ডিয়েগো কস্তা (অ্যাটলেটিকো মাদ্রিদ)

মাত্তেও পেসিনা (হেলাস ভেরোনা)

ফ্লোরেন্তিনো লুইস (বেনফিকা)

ডোয়াইট ম্যাকনিল (বার্নলি)

সান্দ্রো তোনালি (ব্রেসিয়া)

লুকাস তোরেইরা (আর্সেনাল)

নিকোলা মিলেঙ্কোভিচ (ফিওরেন্টিনা)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)

তিমু বাকায়োকো (চেলসি)

এমারসন (রিয়াল বেতিস)

ইন্টার মিলানে আসতে পারেন যারা

লিওনেল মেসি (বার্সেলোনা)

জিয়ানলুকা স্কামাকা (সাসসুয়োলো)

এডিন জেকো (এএস রোমা)

তাঙ্গি এনদোম্বেলে (টটেনহাম)

সান্দ্রো তোনালি (ব্রেসিয়া)

প্যাট্রিক দে পলা (পালমেইরাস)

নিকোলা মিলেঙ্কোভিচ (ফিওরেন্টিনা)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)

নাপোলিতে আসতে পারেন যারা

ডারউইন নুনেজ (আলমেরিয়া)

নিকোলা ভ্লাসিচ (সিএসকেএ মস্কো)

লুকাস ভাসকেজ (রিয়াল মাদ্রিদ)

গ্যাব্রিয়েল মাগালহেস (লিল)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)

সার্জিও রেগিলন (রিয়াল মাদ্রিদ)

রোমায় আসতে পারেন যারা

আরকাদিউশ মিলিক (নাপোলি)

মাতেও গেনদোজি (আর্সেনাল)

ডারউইন নুনেজ (আলমেরিয়া)

পেদ্রো রদ্রিগেজ (চেলসি)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)

লাৎসিওতে আসতে পারেন যারা

রাফিনহা আলকানতারা (বার্সেলোনা)

হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)

জের্দান শাকিরি (লিভারপুল)

জাকোমো বোনাভেন্তুরা (এসি মিলান)

ক্রিস উড (বার্নলি)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)

সার্জিও রিকো (পিএসজি)

পিএসজিতে এই মৌসুম শেষে চুক্তি শেষ তাঁর, এরপর থিয়াগো সিলভা যেতে পারেন চেলসিতে।
ছবি: রয়টার্স

বায়ার্ন মিউনিখে আসতে পারেন যারা

সার্জিনো দেস্ত (আয়াক্স)

মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান)

বরুসিয়া ডর্টমুন্ডে আসতে পারেন যারা

উইলফ্রায়েড জাহা (ক্রিস্টাল প্যালেস)

মেম্ফিস ডিপাই (অলিম্পিক লিওঁ)

জোনাথন ইকোনে (লিল)

গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে

ইভো গরবিচ (লোকোমোতিভ জাগরেব থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৬.৩ মিলিয়ন পাউন্ড)

নুরি সাহিন (ভেরডার ব্রেমেন থেকে আন্তালিয়োস্পোর, ধার)

রিকার্দো রদ্রিগেজ (এসি মিলান থেকে তোরিনো, ২.৭ মিলিয়ন পাউন্ড)

হেসুস ভায়েহো (রিয়াল মাদ্রিদ থেকে গ্রানাডা, ধার)

ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল সোসিয়েদাদ, ফ্রি)

উইলিয়ান (চেলসি থেকে আর্সেনাল, ফ্রি)

ইয়ান ভার্তোনে (টটেনহাম থেকে বেনফিকা, ফ্রি)

লুকা ওয়ালডশ্মিট (ফ্রাইবুর্গ থেকে বেনফিকা, ১৩.৫ মিলিয়ন পাউন্ড)

অ্যারন র‍্যামসডেল (বোর্নমাউথ থেকে শেফিল্ড ইউনাইটেড, ১৮.৫ মিলিয়ন পাউন্ড)

ব্লেইজ মাতুইদি (জুভেন্টাস থেকে ইন্টার মায়ামি, ফ্রি)

মোহাম্মেদ সালিসু (রিয়াল ভায়াদোলিদ থেকে সাউদাম্পটন, ১০.৯ মিলিয়ন পাউন্ড)

দানি পারেহো (ভ্যালেন্সিয়া থেকে ভিয়ারিয়াল, ফ্রি)

ফ্রানসিস কোকেলান (ভ্যালেন্সিয়া থেকে ভিয়ারিয়াল, ৭.২ মিলিয়ন পাউন্ড)

পিয়েরে এমিল হোইবিয়ার্গ (সাউদাম্পটন থেকে টটেনহাম, ১৫ মিলিয়ন পাউন্ড)

জোনাথান ডেভিড (জেন্ট থেকে লিল, ২৭ মিলিয়ন পাউন্ড)

কাইল ওয়াকার-পিটার্স (টটেনহাম থেকে সাউদাম্পটন, ১২ মিলিয়ন পাউন্ড)

নিকোলাস গাইতান (লিল থেকে ব্রাগা, ফ্রি)

তাকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ থেকে ভিয়ারিয়াল, ধার)

কনস্তানতিনোস সিমিকাস (অলিম্পিয়াকোস থেকে লিভারপুল, ১১.৭৫ মিলিয়ন পাউন্ড)

আরদা তুরান (বার্সেলোনা থেকে গ্যালাতাসারাই, ফ্রি)

অ্যালেক্সিস সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলান, ফ্রি)

গুস্তাভো মাইয়া (সাও পাওলো থেকে বার্সেলোনা, ৩.৫ মিলিয়ন পাউন্ড)

ফেরান তোরেস (ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি, ২০.৯ মিলিয়ন পাউন্ড)

নাথান আকে (বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটি, ৪১ মিলিয়ন পাউন্ড)

টিমো ভের্নার (আর বি লাইপজিগ থেকে চেলসি, ৪৮ মিলিয়ন পাউন্ড)

হাকিম জিয়াশ (আয়াক্স থেকে চেলসি, ৩৬ মিলিয়ন পাউন্ড)

মিরালেম পিয়ানিচ (জুভেন্টাস থেকে বার্সেলোনা, ৫৪ মিলিয়ন পাউন্ড)

ভিক্টর ওসিমহেন (লিল থেকে নাপোলি, ৬৩ মিলিয়ন পাউন্ড)

টমা মঁনিয়ে (পিএসজি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ফ্রি)

লিরয় সানে (ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখ, ৪১ মিলিয়ন পাউন্ড)

জুড বেলিংহাম (বার্মিংহাম সিটি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২৫ মিলিয়ন পাউন্ড)

আর্থুর মেলো (বার্সেলোনা থেকে জুভেন্টাস, ৬৫ মিলিয়ন পাউন্ড)

সান্তি কাজোরলা (ভিয়ারিয়াল থেকে আল সাদ, ফ্রি)

আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলান, ৩৬ মিলিয়ন পাউন্ড)

সিমোনে ভের্দি (নাপোলি থেকে তোরিনো, ১৮ মিলিয়ন পাউন্ড)

দেজান লভরেন (লিভারপুল থেকে জেনিত সেন্ট পিটাসবার্গ, ১০.৯ মিলিয়ন পাউন্ড)

টমাস সুচেক (স্লাভিয়া প্রাগ থেকে ওয়েস্ট হাম, ১৯.১ মিলিয়ন পাউন্ড)

সুসো (এসি মিলান থেকে সেভিয়া, ২১.৭ মিলিয়ন পাউন্ড)

সিমোন কায়ের (সেভিয়া থেকে এসি মিলান, ৩.২ মিলিয়ন পাউন্ড)

সলোমোন কালু (হার্থা বার্লিন থেকে বোটাফোগো, ফ্রি)

ওমর তোপরাক (বরুসিয়া ডর্টমুন্ড থেকে ভেরডার ব্রেমেন, ৩.৬ মিলিয়ন পাউন্ড)

হোয়াং হি চ্যান (রেড বুল সালজবুর্গ থেকে আর বি লাইপজিগ, ৮.১ মিলিয়ন পাউন্ড)

মার্টিন টেরিয়ার (লিওঁ থেকে রেনেঁ, ১০.৭ মিলিয়ন পাউন্ড)

তাঙ্গি কুয়াসি (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি)

ম্যাথিউস ফার্নান্দেস (পালমেইরাস থেকে বার্সেলোনা, ৬.৩ মিলিয়ন পাউন্ড)

এভার বানেগা (সেভিয়া থেকে আল শাবাব, ফ্রি)

জো হার্ট (বার্নলি থেকে টটেনহাম, ফ্রি)