দুই চিরসবুজের লড়াইয়ে ইব্রাকে ধরে ফেললেন রোনালদো

গোল উদ্‌যাপনের পরিচিত ভঙ্গিতে ক্রিস্টিয়ানো রোনালদো।ছবি: রয়টার্স

২৬ বছর বয়সী আন্দ্রেয়া বেলোত্তি আছেন, আছেন ২৩ বছর বয়সী লাওতারো মার্তিনেজও। কিন্তু সিরি ‘আ’র চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মূল দ্বৈরথটা এখনো তরুণ এই ফরোয়ার্ডদের মধ্যে হচ্ছে না। সেই দ্বৈরথটা হচ্ছে বয়সের হিসাবে ক্যারিয়ারের গোধূলিতে এসে পড়া দুই ফরোয়ার্ডের। তাঁরা দুজন আর কেউ নন, জ্লাতান ইব্রাহিমোভিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো।

সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ ও পর্তুগিজ উইঙ্গার রোনালদোর মিলিত বয়স এখন ৭৫। ইব্রার ৩৯ চলছে, রোনালদোর ৩৬। কিন্তু বয়সের কোনো ছাপ তাঁদের পারফরম্যান্সে নেই। তাঁদের দুজনই সিরি ‘আ’ মৌসুমে যাঁর যাঁর দলকে টানছেন। আর গোলের দ্বৈরথে আজ একজন ওপরে উঠে যান তো পরদিনই তাঁকে ছাড়িয়ে যান আরেকজন! এই তো কালই এগিয়ে থাকা ইব্রাকে ছুঁয়ে ফেললেন রোনালদো। ইব্রাকে ধরে ফেলতে কালিয়ারির বিপক্ষে এদিন জোড়া গোল করেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা।

গোলের পর গোল করে যাচ্ছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।
ছবি: রয়টার্স

শুধু কি ইব্রাকে ধরে ফেলার ব্যাপার, পাওলো দিবালা ও আলভারো মোরাতার মতো তরুণ ফরোয়ার্ড দলে থাকতেও জুভেন্টাসের জয়ের নায়ক রোনালদোই। কালিয়ারির জালে রোনালদো ছাড়া যে কাল বল পাঠাতে পারেননি জুভেন্টাসের আর কেউ। রোনালদোর গোল দুটিও ছিল দেখার মতো। ৩৮ মিনিটে প্রথম গোলটি তিনি করেছেন সঙ্গে থাকা তিনজন কালিয়ারি খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে।

চার মিনিট পরে করা দ্বিতীয় গোলটি ছিল আরও দর্শনীয়। কর্নার কিক থেকে আসা বলটি তাঁকে পার করে চলে যাচ্ছিল। কিন্তু বলের কী সাধ্য রোনালদোকে ফাঁকি দিয়ে চলে যাবে! ডান পাটা পেছনে নিয়ে এসে চলে যেতে থাকা বল অসাধারণ এক ভলিতে জালে পাঠান রোনালদো। এই দুই গোল চলতি মৌসুমে সিরি ‘আ’তে রোনালদোর গোল হলো আটটি। এসি মিলানের হয়ে সমান আট গোল ইব্রারও। চলতি মৌসুমে সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন চিরসবুজ দুই ফরোয়ার্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল তুরিনোর ইতালিয়ান স্ট্রাইকার বলোত্তির।

সতীর্থের সঙ্গে গোল উদ্‌যাপন ক্রিস্টিয়ানো রোনালদোর।
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে ফেরার পর ক্লাবগুলো এমনিতে একটু এলোমেলো থাকে। টানা ম্যাচ খেলে ক্লান্ত হয়ে আসেন ফুটবলাররা। কিন্তু রোনালদোর খেলায় কাল ছিল না কোনো ক্লান্তির ছাপ। অথচ পর্তুগালের হয়ে টানা তিনটি ম্যাচ খেলে এসেছেন তিনি। এর আগে জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’র সর্বশেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তারও আগে করোনায় আক্রান্ত হয়ে তাঁকে থাকতে হয়েছিল মাঠের বাইরে।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর এত ভালোভাবে শুরু করতে পারায় জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোর কণ্ঠে তৃপ্তির সুর, ‘এমন একটি ম্যাচই আমাদের দরকার ছিল। অসাধারণ খেলেছে সবাই। এমনকি যারা জাতীয় দলের হয়ে খেলে ফিরেছে তারাও। জাতীয় দলের হয়ে খেলা বেশির ভাগ খেলোয়াড়ই মাত্র দুদিন আগে ফিরেছে। ফেরার পর প্রথম অনুশীলন করেছে গতকালই (গত পরশু)। এর সঙ্গে তো ভ্রমনক্লান্তি ছিলই।’

পিরলো এরপর বিশেষ করে রোনালদোর কথা বললেন। তরুণ ফুটবলারদের পরামর্শ দিয়েছেন তাঁকে দেখে শিখতে, ‘আমাদের তরুণ ফুটবলারদের তার মতো করে গড়ে তুলতে হবে। এই বয়সেও সে সব সময় অনুশীলনে থাকে। ম্যাচেও সে দলের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে। গোলের পর গোল করে যাচ্ছে। আমি তো বলব সে কোনো সাধারণ প্রতিভা নয়। আমরা ভাগ্যবান যে সে জুভেন্টাসে খেলে।’