দুই ধাপ এগোল বাংলাদেশ, বেলজিয়ামের ঘাড়ে ব্রাজিলের নিশ্বাস

সাফের পারফরম্যান্সের প্রভাব পড়েছে বাংলাদেশ দলের র‍্যাঙ্কিংয়েফাইল ছবি: প্রথম আলো

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছে বিশ্বজুড়ে অনেক দল। উয়েফা নেশনস লিগের চূড়ান্ত পর্বও হয়ে গেল। দক্ষিণ এশিয়ান ফুটবলে ছিল সাফ ফুটবল টুর্নামেন্ট। অক্টোবর মাসে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ম্যাচ কম হয়নি। ফিফার হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ১৬০টি ম্যাচ হয়েছে এ মাসে। সেটিরই প্রভাব পড়েছে আজ প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে।

সেখানে বাংলাদেশের জন্য সুখবরই থাকছে। সাফে আরও একবার গ্রুপ পর্বে বাদ পড়েছে বাংলাদেশ—২০০৯ সালের পর এ নিয়ে টানা পঞ্চমবারের মতো। তবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হলেও গ্রুপে চার ম্যাচে এক জয়, দুই ড্র ও এক হারের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এবার দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়ন ভারত এগিয়েছে এক ধাপ। গত মাসে প্রকাশিত ফিফার আগের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৯, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৭। ভারতের র‍্যাঙ্কিং এখন ১০৬।

নেইমারের ব্রাজিল শীর্ষে থাকা বেলজিয়ামের আরও কাছে চলে এসেছে
ছবি: এএফপি

এর বাইরে বিশ্বজুড়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে হিসাব করলে সেখানে ব্রাজিলের জন্য ছোট্ট একটা আশা আছে। আগের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ব্রাজিল এবার ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোয়নি, তবে বাছাইপর্বে এখনো অপরাজিত থাকা নেইমাররা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের ঘাড়ে ফেলছেন তপ্ত নিশ্বাস।

বেলজিয়ামের র‍্যাঙ্কিং পয়েন্ট ১৮৩২.৩৩—আগের প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও তা-ই ছিল, ব্রাজিলের র‍্যাঙ্কিং পয়েন্ট ৮.৬৩ বেড়ে এবার হয়েছে ১৮২০.৩৬।

সাফের ঠিক আগে হঠাৎ জেমি ডেকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে অস্কার ব্রুজোনকে কোচ করেও ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। এভাবে হঠাৎ করে কোচ বদলে অল্প সময়ে ফল পাওয়া অবশ্য কঠিন চ্যালেঞ্জই! তবে ফাইনালে না উঠতে পারলেও বাংলাদেশ একেবারে খারাপ খেলেনি।

সাফের দলগুলোর র‍্যাঙ্কিং 

শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১০ জন নিয়েও ১-১ গোলে ড্র। এরপর স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যেতেন জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ দিকে দশজনের হয়ে পড়া বাংলাদেশ শেষ মুহূর্তে গোল খেয়ে সেদিন ড্র করে ১-১ গোলে।

সাফ অঞ্চলে সাত দলের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারত। ১৫০-এর ওপরে আর কোনো দল নেই। মালদ্বীপের র‍্যাঙ্কিং ১৫৬। বাংলাদেশের ওপরে আছে নেপাল আর ভুটানও। সাফের র‍্যাঙ্কিংয়ের তালিকার শেষ দিকের দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বিশ্বজুড়ে র‍্যাঙ্কিংয়ের হিসাব করলে শীর্ষ দশে নতুন কোনো দল ঢোকেনি। সেরা দশে অদলবদল বলতে ফ্রান্স (এখন তিন নম্বরে) ও ইতালি (চার নম্বরে) এক ধাপ করে এগিয়েছে। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশ 

লিওনেল মেসির আর্জেন্টিনা ছয় নম্বরেই আছে, এবার লাতিন অঞ্চলের বাছাইপর্বে তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ের পর তাদের র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে ১৩.৪৮।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ নিচে নেমে গেছে, এক ধাপ ওপরে উঠে তাদের জায়গা দখল করেছে স্পেন। শীর্ষ দশের বাইরে জার্মানি দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে। সেরা ২০ দলের মধ্যে সবচেয়ে বড় বদল হয়েছে উরুগুয়ের, লুইস সুয়ারেজের দল তিন ধাপ নিচে নেমে এখন ১৫তম।

তবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অদলবদল দেখা গেছে এর নিচের দিকে। সবচেয়ে বেশি ১০ ধাপ করে এগিয়েছে নিউজিল্যান্ড (এখন ১১১তম) ও ইন্দোনেশিয়া (১৬৫তম)। সবচেয়ে বেশি ১১ ধাপ পিছিয়েছে উত্তর আয়ারল্যান্ড (এখন ৫৮তম)।