দুই বছর মন কষাকষির পর কথা হবে রোনালদো আর রামোসের

রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁরা ছিলেন সতীর্থ। আজ রাতে জাতীয় দলের হয়ে তাঁরা দুজন প্রতিপক্ষ।ফাইল ছবি

সময়টা কম নয়, পুরো নয় বছর। এই সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক সঙ্গে কত ম্যাচই না খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস। নিচে রক্ষণভাগের নেতৃত্ব দিয়েছেন রামোস আর ওপরে গোলের পর গোল করে গেছেন রোনালদো। কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা রিয়ালকে জিতিয়েছেন, সঙ্গী হয়েছেন অনেক ব্যর্থতারও। কিন্তু রোনালদোর রিয়াল ছাড়ার পর মাঝের এই সময়ে এখন পর্যন্ত কথা হয়নি দুজনার। এমনটাই দাবি রিয়াল মাদ্রিদ ভিত্তিক দৈনিক মার্কার।

অবশেষে প্রায় দুই বছর আজ নীরবতা ভাঙতে যাচ্ছে দুজনার। আজ রাতে পর্তুগালের লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। সেখানেই হতে পারে দুজনের ভাব বিনিময়। রোনালদো নেতৃত্ব দেবেন পর্তুগালের আর রামোস স্পেনের অধিনায়ক। নিশ্চয় রিয়াল মাদ্রিদে সাবেক এই দুই সতীর্থ আজ দেশের জন্য একে অপরের ব্যর্থতা কামনা করেই মাঠে নামবেন।

যেমনটা হয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সোচিতে। বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের স্বীকৃতি পেয়েছে সে ম্যাচটি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচ শেষ পর্যন্ত হয় ৩-৩ গোলে ড্র, শেষ মুহূর্তে রোনালদোর দারুণ ফ্রি-কিকে করেন হ্যাটট্রিক।

ওই বিশ্বকাপ থেকে ফিরেই জুলাইয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তবুও রিয়ালের ড্রেসিংরুমে পর্তুগিজ যুবরাজকে সম্মানের সঙ্গে স্মরণ করা হতো। কিন্তু রামোসের সঙ্গে রোনালদোর সম্পর্ক অতটা উষ্ণ আর থাকেনি বলে জানাচ্ছে মার্কা। রিয়ালের হাঁড়ির খবর জানাতে বিশ্বস্ত পত্রিকাটি লিখেছে, এই দূরত্বের সূত্রপাত ২০১৮ সালে লুকা মদরিচ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জেতায়।

জুভেন্টাসে যাওয়ার আগে রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতানোয় সেবার বর্ষসেরার পুরস্কারের দৌড়ে ছিলেন রোনালদোও। কিন্তু রিয়ালের সে দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপও করেন মদরিচ। যেখানে রোনালদোর পর্তুগাল বিদায় নেয় শেষ ষোলোতে। সে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কারও জেতেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও তাই ওঠে মদরিচের হাতে। ব্যালন ডি’অরের মঞ্চে মেসি-রোনালদোর দশ বছরের ‘দ্বৈধাতিপত্য’ ভেঙে দেন। কিন্তু সাবেক সতীর্থের সাফল্যের বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেননি রোনালদো। পুরস্কারের মঞ্চে সেদিন যাননি। এরপর থেকেই রামোস আর রোনালদোর কথা নেই, দেখাও নেই।

আজ কথা হবে রামোস–রোনালদোর?
ফাইল ছবি

রোনালদো অবশ্য গত মৌসুমেও রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-বার্সার এল ক্লাসিকো দেখতে আসেন। সেদিনও কথা বা দেখা হয়নি রোনালদো-রামোসের? মার্কা জানাচ্ছে, হয়নি। পত্রিকাটি লিখেছে, রিয়ালের ২-০ গোলে জেতা সেই ম্যাচে রোনালদো মাঠে দেখতে ঢোকেন খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর। আর স্টেডিয়াম ছেড়ে যান খেলা শেষ হওয়ার আগেই। ড্রেসিংরুমে তাই তাঁর যাওয়া হয়নি। রোনালদো-রামোসের কথা বা দেখাও হয়নি।

আজ অবশেষে দেখা হচ্ছে রোনালদো-রামোসের। অবশ্য দুজনের কাউকে যদি কোচ বিশ্রামে না রাখেন আর কি! ম্যাচের আগে সৌজন্য সাক্ষাত হয় দুই অধিনায়কের। দুজনই খেললে তখন রামোস-রোনালদোর সাক্ষাৎ নিশ্চিত। দুবছর পর।