দুইয়ে দুই হয়ে গেল আর্সেনালের

মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয় পেল আর্সেনালছবি: রয়টার্স

নতুন মৌসুমে নতুন কোচ মিকেল আরতেতার অধীনে দুইয়ে দুই হয়ে গেল আর্সেনালের। গত সপ্তাহে লন্ডনের আরেক ক্লাব ফুলহামের মাঠে খেলতে গিয়েছিল গানাররা। এই সপ্তাহেও আরেক লন্ডনের ক্লাব ওয়েস্ট হামের বিপক্ষে খেলতে নেমেছিল তাঁরা। ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ম্যাচ জিতে মাঠ ছেড়ে তাঁরা। ফরাসি স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত ও ইংলিশ স্ট্রাইকার এডওয়ার্ড এনকেতিয়ার গোলে ২-১ গোলের জয় পেয়েছে তাঁরা। ওয়েস্ট হামের হয়ে একমাত্র গোল করেছেন আরেক ইংলিশ স্ট্রাইকার মিচাইল আন্তোনিও।

আগের ম্যাচে ৩-০ গোলে জিতলেও সে ম্যাচের একাদশ এ ম্যাচে নামাননি আরতেতা। লেফট উইংব্যাক এইনসলি মেইটল্যান্ড নেইলস, লেফট সেন্টারব্যাক কিয়েরান টের্নি ও সেন্ট্রাল মিডফিল্ডার মোহামেদ এলনেনির জায়গায় এই ম্যাচে মাঠে নামানো হয় যথাক্রমে ইংলিশ উইংব্যাক বুকায়ো সাকা, সিদ কোলাসিনাচ ও স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োসকে।

এডওয়ার্ড এনকেতিয়ার পা থেকে আসে আর্সেনালের জয়সূচক গোল।
ছবি: রয়টার্স

২৫ মিনিটে বাম প্রান্ত থেকে আর্সেনাল উইঙ্গার পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের মাপা ক্রস খুঁজে নেয় ডি-বক্সে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার লাকাজেতকে। হেড করে দলকে এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষেও গোল করেছিলেন এই তারকা। ফলে দুই ম্যাচে দুই গোল হয়ে গেল তাঁর। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাইট উইংব্যাক রায়ান ফ্রেডেরিকসের মাটিঘেঁষা ক্রসে পা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান আন্তোনিও। ৬৭ মিনিটে এই আন্তোনিওর কল্যাণে আরেকটু হলে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট হাম। তাঁর দুর্দান্ত এক হেড লাগে ক্রসবারে। ৮৫ মিনিটে সাকা ও সেবায়োসের গড়া বুদ্ধিদীপ্ত এক আক্রমণের ইতি টানেন তরুণ ইংলিশ স্ট্রাইকার এডওয়ার্ড এনকেতিয়া। ড্রয়ের শঙ্কায় থাকা গানার সমর্থকদের মুখে ফোটে জয়ের হাসি।

দিনের প্রথম ম্যাচে ইংলিশ স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনের হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৫-২ গোলে হারিয়েছে এভারটন। রিয়াল মাদ্রিদ থেকে সদ্য এভারটনে যোগ দেওয়া কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজও পেয়েছেন লিগের প্রথম গোল। বাকি গোলটা ইংলিশ সেন্টারব্যাক মাইকেল কিনের।

ওয়েস্টব্রমের হয়ে গোল দুটি করেছেন গ্রাদি দিয়াঙ্গানা ও ম্যাথিউস পেরেইরা।

ওয়েস্ট হামের ডেকলান রাইস চেষ্টা করছেন আর্সেনালের বুকাইয়ো সাকার কাছ থেকে বল কেড়ে নিতে।
ছবি: রয়টার্স