দুর্দান্ত মানে-সালাহ, অপ্রতিরোধ্য লিভারপুল

লিভারপুলের আক্রমণ ত্রয়ী নতুন মৌসুমের শুরুতেও দুর্দান্ত। ছবি: এএফপি
লিভারপুলের আক্রমণ ত্রয়ী নতুন মৌসুমের শুরুতেও দুর্দান্ত। ছবি: এএফপি

ম্যাচে নিজের প্রথম ছোঁয়াতেই গোল পেয়েছেন স্টারিজ। গত মৌসুম যেখানে শেষ করেছেন, ঠিক সেখানেই শুরু করেছেন মোহাম্মদ সালাহ। ১৯ মিনিটেই এবারের লিগে প্রথম গোল পেয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। তবে সবাইকে ছাপিয়ে গেছেন সাদিও মানে। করেছেন জোড়া গোল। ফরোয়ার্ডদের এমন পারফরম্যান্সে লিভারপুলের লিগের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ওয়েস্ট হামকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

এ মৌসুমেও ফেবারিট ধরা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। তবে বলা হচ্ছে সিটির সঙ্গে এই মৌসুমে যদি কোনো দল টেক্কা দিতে পারে, সেটা লিভারপুল। আলিসনের মতো গোলরক্ষক এসেছে, মাঝমাঠও শক্তিশালী হয়েছে। ফাবিনহো, নাবি কেইতা, জেরদান শাকিরিরা হাজির হয়েছেন অ্যানফিল্ডে। মৌসুমের প্রথম ম্যাচেই সিটির দিকে ইঙ্গিত দিয়ে রেখেছে লিভারপুল, এবার প্রিমিয়ার লিগটা জমছে।

১৯ মিনিটেই অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে মো সালাহর প্রথম গোল। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে জেমস মিলনারের পাস থেকে মানে করেন দলের দ্বিতীয় গোলটা। এ নিয়ে টানা তৃতীয়বার প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রথম ম্যাচে গোল পেলেন মানে। গত মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে এবং এর আগের মৌসুমে আর্সেনালের বিপক্ষেও গোল করেছিলেন সেনেগালিজ ফরোয়ার্ড।

তবে এ ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন নেবি কেইতা। এসেই লিভারপুলের মাঝমাঠের নেতৃত্ব বুঝে নিয়েছেন। আর তাঁর সামনে থেকে আক্রমণের ঝড় তুলেছেন সালাহ-মানে-ফিরমিনোরা। বিরতির পর ৮ মিনিটের মধ্যেই ফিরমিনোর পাস থেকে মানের আরও এক গোল। ৮৭ মিনিটে সালাহর বদলি নেমে পরের মিনিটে নিজের প্রথম ছোঁয়াতেই গোল পেয়ে যান স্টারিজ।