চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে উঠল যে ১৬ দল

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় মৌসুম শেষ ষোলোয় উঠল

বড় বাঁচা বেঁচে গেল রিয়াল মাদ্রিদ! চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল ১৩ বারের চ্যাম্পিয়নরা।

কাল রাতে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারানোয় কেটেছে সেই শঙ্কা। শেষ ষোলোর দেখা পেয়েছে রিয়াল।

নকআউট পর্বের দেখা পেয়েছে মাদ্রিদের আরও এক ক্লাব—আতলেটিকো মাদ্রিদ। কাল রাতের ম্যাচগুলোর পরই চূড়ান্ত হলো নকআউট পর্বে ১৬টি দল।

রেড বুল সালজবুর্গের মাঠে ২-০ গোলের জয়ে শেষ ষোলোয় উঠেছে আতলেটিকো। লোকোমোটিভ মস্কোকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল জার্মান ক্লাবটি।

আয়াক্সের মাঠে ১-০ গোলের জয়ে টানা দ্বিতীয় মৌসুম নকআউট পর্বের (শেষ ষোলো) দেখা পেয়েছে আতালান্তা। মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন সিটি ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। আগেই শেষ ষোলো নিশ্চিত করা সিটি অপরাজিত রইল গ্রুপপর্বে।

ইংল্যান্ডের ক্লাব হিসেবে গ্রুপ পর্বে যুগ্মভাবে রেকর্ড ১৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠল পেপ গার্দিওলার দল। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত সোমবার। তার আগে দেখে নিন চূড়ান্ত হওয়া ১৬টি দল:

শেষ ষোলোয় ওঠার আনন্দ আতলেটিকোর
ছবি: এএফপি