দেখে নিন নতুন কোচ লেমোসের দল

বাংলাদেশ দলছবি: বাফুফে

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষে চার জাতি টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা দলের বাইরে থেকে ৭ ফুটবলারকে ডেকেছেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। তাঁরা হলেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি; ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মেহেদী হাসান ও আতিকুজ্জমান; ফরোয়ার্ড মেহেদী হাসান ও ওবায়দুর রহমান। এর মধ্যে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসে খেলা কাতারপ্রবাসী ওবায়দুর।

মারিও লেমোস
ফাইল ছবি: প্রথম আলো

২৪ সদস্যের প্রাথমিক দলে আপাতত রাখা হয়নি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানে খেলতে যাওয়া জাতীয় দলের ছয় ফুটবলারকে। তবে বাছাইপর্ব শেষ করে সরাসরি সেখান থেকেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তাঁদের। সেখানে আছেন ডিফেন্ডার টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড মাহবুবুর রহমান।

বাংলাদেশ ফুটবল দল।
ফাইল ছবি: বাফুফে

ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে পল্টনের একটি হোটেলে আজ শুরু হচ্ছে ক্যাম্প। আগামীকাল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন ফুটবলাররা। ২৩ সদস্যের চূড়ান্ত দলের ঢাকা ছাড়ার কথা খেলার ৩ দিন আগে। ৮ নভেম্বর প্রথম ম্যাচেই আফ্রিকার দল সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ ও ১৪ নভেম্বর যথাক্রমে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।

২৪ সদস্যের প্রাথমিক দল:

গোলকিপার: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান, রেজাউল করিম, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মেহেদী হাসান ও আতিকুজ্জমান।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, আতিকুর রহমান ও মাসুক মিয়া।
ফরোয়ার্ড: মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল রানা, মেহেদী হাসান ও ওবায়দুর রহমান।