দেখে নিন নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ

একজন স্ট্রাইকারই খেলছেন আজছবি : বাফুফে

সাফ ফাইনালে ওঠার জন্য আজ নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। জয় পেতে চাই গোল।

সেই গোলের খোঁজে আজ একাদশে দুজন স্ট্রাইকার খেলাতে পারেন কোচ এমন আভাস পাওয়া গিয়েছিল। গতকাল সংবাদ সম্মেলনেও অস্কার ব্রুজোন বলেছিলেন, সুযোগ থাকলে বেশি বেশি স্ট্রাইকার রাখতেন একাদশে। তবে বাংলাদেশের চূড়ান্ত একাদশে কোচ ঝুঁকি নেননি। একজন প্রথাগত স্ট্রাইকারের পথেই হেঁটেছেন।

নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে এই দুটি বদল এনেছেন ব্রুজোন
ফাইল ছবি

বাংলাদেশ একজন স্ট্রাইকার নিয়েই খেলতে অভ্যস্ত। একাদশে সুমন রেজা থাকলে মতিন মিয়া নামেন বদলি হিসেবে। মতিন একাদশে থাকলে সুমন আসেন তাঁর জায়গায়।

মালদ্বীপের বিপক্ষে গত ম্যাচে মতিন মিয়া ছিলেন একাদশে। তবে আজ নেপালের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে মতিনকে কোচ ব্যবহার করতে চান বদলি হিসেবে। এ কারণে তাঁকে একাদশে রাখা হয়নি।

রাইটব্যাকে ফিরছেন বিশ্বনাথ
ফাইল ছবি

মালদ্বীপ ম্যাচে একাদশে খেলা মিডফিল্ডার সোহেল রানাকেও আজ বদলি নামাতে চান কোচ। ফলে তাঁকেও ১১ জনের বাইরে রাখা হয়েছে। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে এই দুটি বদল এনেছেন ব্রুজোন। ভারত ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া রাইট ব্যাক বিশ্বনাথ ফিরেছেন দলে।


দুই হলুদ কার্ডের কারণে আজ খেলতে পারছেন না লেফট ব্যাক ইয়াসিন আরাফাত। তাঁর জায়গায় রহমত ও টুটুল হোসেনকে তৈরি রেখেছিলেন কোচ। রহমতের নাম প্রথমে একাদশে রাখেন কোচ। দলীয় সূত্র থেকে তেমনটাই জানানো হয়। এমনকি খেলোয়াড় তালিকায়ও একাদশে উঠে যায় রহমতের নাম।

তারিক কাজী আজ খেলবেন লেফটব্যাক হিসেবে
ছবি: বাফুফে

তবে কোচ মাঠে আসার পর শেষ মুহূর্তে রহমতকে সরিয়ে টুটুলকে একাদশে দিয়েছেন। টুটুল আসায় গত কয়েক ম্যাচ সেন্টারব্যাক হিসেবে খেলা তারিক কাজী খেলবেন লেফটব্যাক হিসেবে। তপু ও টুটুল খেলবেন সেন্টারব্যাক হিসেবে।


বাংলাদেশের একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক, বিশ্বনাথ, বাদশা, জামাল, ইব্রাহিম, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, সুমন রেজা