দেশি–বিদেশি ছোঁয়ায় বারিধারাকে ওড়াল সাইফ

সাইফ বারিধারাকে দেখিয়ে দিল নিজেদের শক্তিমত্তা।ছবি: শামসুল হক

উঁচুমানের কোচ, জাতীয় দলের খেলোয়াড় ও ভালো মানের বিদেশি দলে ভিড়িয়ে ভালোই বার্তা দিয়েছিল সাইফ স্পোর্টিং। আজ মাঠে ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেও নিজেদের শক্তির জানান দিল দলটি। উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছে তারা।

সাইফের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। একটি করে গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ ও স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। অন্য গোলটি আত্মঘাতী।

নামে-ভারে সবকিছুতেই উত্তর বারিধারার চেয়ে অনেক এগিয়ে থেকে মাঠে নেমেছিল সাইফ। সঙ্গে ছিল দেড় মাসের প্রস্তুতি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের সবকটিতেই জিতেছিল তারা। উল্টো মেরুতে ছিল বারিধারা। সম্বল ৮-১০ দিনের প্রস্তুতি। সাইফের একাদশে জাতীয় দলের নিয়মিত-অনিয়মিত পাঁচ খেলোয়াড়। নতুন চার বিদেশির খেলোয়াড়ি বৃত্তান্তও ভালো। দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বেলজিয়ামের কোচ পল পুট। সাইফের শক্তিটা ভালোই টের পেয়েছে বারিধারা।

নিজের প্রতিভা দেখালেন ফাহিম।
ছবি: শামসুল হক

প্রতিপক্ষকে ঠেকানোর জন্য ৫-৪-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন বারিধারার কোচ জাহিদুর রহমান। তিন সেণ্টারব্যাক খেলিয়ে গোলমুখ যথাসম্ভব বন্ধ রেখে প্রতি-আক্রমণনির্ভর কৌশল বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু ৪-৩-৩ ফরমেশনে সাইফের দলীয় কম্বিনেশনের সঙ্গে খেলোয়াড়দের ব্যাক্তিগত নৈপুণ্যও ছিল। তবে ইকেচুকু কেনেথ ও ফয়সাল ফাহিমের গোল দুটি ব্যক্তিগত নৈপুণ্যেরই।

ম্যাড়মেড়ে ম্যাচ বলতে যা বুঝায়, শুরুতে সে রকমই মনে হচ্ছিল সাইফ-বারিধারা ম্যাচ। প্রথমার্ধে নোটবুকে তোলার মতো তেমন কোনো মুভ নেই বললেই চলে। দ্বিতীয়ার্ধে পল পুট ড্রেসিংরুমে তাঁর শিষ্যদের কী টোটকা দিয়েছেন, তিনিই জানেন। দ্বিতীয়ার্ধে পুরোপুরি অন্য রকম সাইফকেই দেখা গেল। মাঝমাঠ শাসন করলেন উজবেক হোল্ডিং মিডফিল্ডার সিরোজিউদ্দিন রাখমাতুলেভ। ম্যাচসেরাও হয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

৪৯ মিনিটে সিরোজিউদ্দিনের কল্যাণেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাইফ। সিরোজিউদ্দিনের ক্রস মিসরের ডিফেন্ডার মাহমুদ সায়েদ আবদেল রহিমের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। পরের ২০ মিনিটের মধ্যেই আরও দুই গোল এবং দুটি গোলেই গতি, বলের নিয়ন্ত্রণ ও পরিপক্ব ফিনিশিংয়ের ছাপ। দলীয় দ্বিতীয় গোলটি কেনেথের ও তৃতীয়টি ফাহিমের।

ইকেচুকু কেনেথের গোলের মুহূর্ত
ছবি: শামসুল হক

কেনেথের গোলটিতে ফাহিমের অবদানও কম নয়। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন কেনেথকে। ২৭ বছর বয়সী কেনেথ যেন প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বেরিয়েই করলেন গোলটি। সামনে বল ঠেলে দিয়ে গতিতে ও বলের নিয়ন্ত্রণে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে পেছনে ফেলেই গোলটি করা। ৬ মিনিট পরে ৩-০ করলেন ফাহিম। মাঝমাঠের একটু ওপরে টাচ লাইনে পেয়ে বামপ্রান্ত দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করে জালে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।

২৬ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে সাইফ। একই দিনে আরামবাগের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বারিধারা।