‘দয়া করে কেউ গোলপোস্টটা তুলে ফেলুন’

রোমা স্ট্রাইকার ট্যামি আব্রাহামছবি: রয়টার্স

ট্যামি আব্রাহাম আটকপালে না ‘কাঠকপালে’?

না, এমনিতে তিনি প্রতিভাবান। বেড়ে উঠেছেন চেলসির বয়সভিত্তিক দলে। কিন্তু এ বছরের আগস্টে এএস রোমা তাঁকে কেনার পর থেকেই যে পোড়া কপাল! এ মৌসুমে রোমার হয়ে ৯ ম্যাচে তাঁর ৪ গোলের পরিসংখ্যান দিয়ে দুর্ভাগ্যের কিছু বোঝা যাবে না।

আন্দাজ করা যায় কাল রোমা তারকার একটি টুইটে, ‘দয়া করে কেউ গোলপোস্ট বা ক্রসবার তুলে ফেলবেন। এই মৌসুমে ছয়বার মেরেছি।’ অর্থাৎ পোস্ট কিংবা ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট না হলে আরও ছয়টি গোল যোগ হতো রোমা স্ট্রাইকারের পরিসংখ্যানে।

আব্রাহামকে তাই আটকপালে কিংবা হতভাগা বলাই যায়। কেউ কেউ অবশ্য রসিকতা করে বলতেও পারেন ‘কাঠকপালে’—যেহেতু পোস্ট কিংবা ক্রসবারে বল লাগালে বলা হয় ‘উডওয়ার্ক।’

এম্পোলির বিপক্ষে রোববার রোমার ২-০ গোলে জয়ের ম্যাচেও আব্রাহামের শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি করে নিজের হতাশা প্রকাশ করেন ইংল্যান্ডের হয়ে ৬ ম্যাচ খেলা এ স্ট্রাইকার।

অবশ্য সে ম্যাচে আব্রাহামের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে গোল করেন হেনরিখ মিখিতারিয়ান।

চেলসি থেকে ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে আব্রাহামকে কিনেছে রোমা। ৪ গোলের পাশাপাশি ৩টি গোলে সহায়তাও করেছেন আব্রাহাম।

চেলসিতে চার মৌসুম খেলে ৩২ ম্যাচে করেছেন ১২ গোল। অবশ্য চার মৌসুমই চেলসির একাদশে নিয়মিত সুযোগ মেলেনি ২৪ বছর বয়সী এ খেলোয়াড়ের। প্রথম দুই মৌসুমে যথাক্রমে ২টি ও ১টি করে ম্যাচ খেললেও পরের দুই মৌসুমে খেলেছেন ৪৭ ও ৩২ ম্যাচ।