নতুন প্রবাসীতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

কাল অভিষেক হয়েছে রাহবারের (বাঁ থেকে দ্বিতীয়)ছবি: সংগৃহীত

কক্সবাজার, ২০১৮; ঢাকা, ২০২০; বিশকেক, ২০২১।

তিন বছর, তিনটি শহর। ফিলিস্তিনের বিপক্ষে তিনবার খেলল বাংলাদেশ। কিন্তু পার্থক্য নেই কোনো। আগের দুই ম্যাচের মতো কালও ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

আগের ম্যাচগুলোতে হারলেও সান্ত্বনা ছিল। সে ম্যাচগুলোতে ভালো ফুটবল উপহার দিয়েছিল জাতীয় দল। তৈরি হয়েছিল বেশ কয়েকটি গোলের সুযোগ। কাল শুরুর ৩০ মিনিট পর্যন্ত নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে পারলেও এরপর আর মাঠে টের পাওয়া যায়নি জামাল ভূঁইয়া, তপু বর্মণদের উপস্থিতি।

মাঠে কাল দাপ্ট দেখিয়েছে ফিলিস্তিন
ছবি: বাফুফে

এর মধ্যে একটু আলাদা হয়ে আছেন একজন। বাংলাদেশের জার্সিতে কাল অভিষেক হয়েছে কানাডাপ্রবাসী মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খানের। ৮৪ মিনিটে বদলি হিসেবে নামা ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের পায়ে অনেকেই ভবিষ্যতের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন। নিজেদের অর্ধে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে কয়েকজনকে কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পাস দেওয়ার মুহূর্তটির জন্ম দিয়ে প্রশংসিত হয়েছেন রাহবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাল বাংলাদেশ ম্যাচের একমাত্র উজ্জ্বল দিক ওই মুহূর্ত।
বাংলাদেশ কোচ জেমি ডেও রাহবারের প্রশংসা করেছেন। রাহবার সম্পর্কে জেমি বলেন, ‘সে অল্প কিছু সময়ের জন্য মাঠে ছিল। বলের ওপর তার দক্ষতা ভালো। বেশ কিছু ভালো পাস দিয়েছে। তার খেলায় আমি সন্তুষ্ট।’

রাহবার ওয়াহেদ খান
ছবি: বাফুফে

এ ছাড়া উইঙ্গার রাকিব হোসেনেরও প্রশংসা করেছেন জেমি, ‘রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

র‍্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০২-এ। আর বাংলাদেশ ১৮৮তম। মাঠে সেই পার্থক্যটাই ফুটে উঠেছে বলে জানান জেমি, ‘আমরা জানতাম এটা একটা কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন ও আমাদের র‍্যাঙ্কিং–ব্যবধান অনেক। এমনই হওয়ার কথা ছিল।’

আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্তান। নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়েছে কিরগিজরা।