নারী রেফারিকে ‘সেন্সর’ করে ইরানে দেখানো হলো ইংলিশ লিগের ম্যাচ

ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহাম ম্যাচে নারী রেফারি থাকায় ইরানে সেন্সর করে সম্প্রচার করা হয়েছে!ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগ জনপ্রিয় নয়, দুনিয়ায় এমন কোনো দেশ কি আছে? ফুটবল এক নম্বর খেলা যেসব দেশে, সেসব দেশেই ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা রীতিমতো আকাশচুম্বী। এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেন এই জনপ্রিয়তা অন্য মাত্রা নিয়েছে গত কয়েক বছরে। কিন্তু এই মধ্যপ্রাচ্যেরই একটি দেশ, ইরানে ইংলিশ প্রিমিয়ার লিগের টেলিভিশন সম্প্রচারে ব্যাঘাত ঘটেছে অদ্ভুত এক কারণে।

ইংলিশ প্রিমিয়ার লিগে নারী রেফারিরা দায়িত্ব পালন করেন। ইরানের সমস্যাটা দেখা দিয়েছিল এই নারী রেফারিকে ঘিরেই। গত সপ্তাহে লিগের ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহাম হটস্পারের ম্যাচ সরাসরি সম্প্রচার করার সময় তাতে সেন্সরের কাঁচি চালানো হয়েছে কেবল সেই নারী রেফারি ম্যাচটিতে আছেন বলে ৯০ মিনিটের খেলাটির সম্প্রচারে বারবার বাধার সৃষ্টি করা হয়েছে।

ইরানে ফুটবল কতটা জনপ্রিয়, সেটি বলার অপেক্ষা রাখে না। এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি দেশটি বিশ্বকাপেই খেলেছে বেশ কয়েকবার। মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার অন্য অনেক দেশের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগ ইরানে অসম্ভব জনপ্রিয়। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা লিভারপুল, টটেনহাম বা ম্যানচেস্টার সিটির মতো দলগুলো নিয়ে ইরানের ফুটবলপ্রেমী বিভিন্ন প্রজন্ম রীতিমতো তেতে থাকে। কিন্তু প্রিয় দলের খেলা দেখতে বসার পর যদি বারবার সেটির সম্প্রচারে ব্যাঘাত ঘটানো হয়, সেটি যেকোনো বিচারেই বিরক্তির উদ্রেক করে দর্শকদের মধ্যে।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম ম্যাচ সম্প্রচারের সময় নারী রেফারিকে বারবার সেন্সর করা হচ্ছিল। আর সরাসরি সম্প্রচারে কাঁচি চালানো হলে সেটি যে দর্শকদের জন্য খুব সুখকর কিছু নয়, সেটি তো বলা বাহুল্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপারটি নিয়ে চলছে এখন বিতর্ক। অনেকেই ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করতে দিয়ে তাতে কাঁচি চালানোকে দেখছেন বাঁকা চোখে।

ব্যাপারটা মেনে নিতে পারছেন না ইরানের বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগির সর্দার পাশাই। তিনি টুইটারে এর সমালোচনা করে লিখেছেন, ‘গত রাতে ইরানের টিভি চ্যানেলটি কেবল ম্যাচে নারী রেফারি থাকার কারণে বেশ অনেকবার ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের ম্যাচটি সেন্সর করে। লিঙ্গের ভিত্তিতে এই বিভক্তিকরণের বিরুদ্ধে ফিফা কি কোনো প্রতিবাদ জানাবে না?’

একটি নারী অধিকার রক্ষাকারী সংস্থার দাবি, ম্যাচের নারী রেফারি স্বাভাবিকভাবেই হাফ প্যান্ট পরেছিলেন। আর সেটিই এই সেন্সরের মূল কারণ। সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলটি ম্যাচে যখনই নারী রেফারিকে দেখানো হয়েছে, তখনই বাইরে ফুটেজ জুড়ে দিয়ে সেটি সেন্সর করেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহামের মধ্যকার ম্যাচটি দেখার মধ্যেই দর্শকেরা বিভিন্ন ভ্রমণবিষয়ক জ্ঞান লাভ করেছেন। কারণ, জুড়ে দেওয়া ফুটেজগুলোর বেশির ভাগই ছিল ইংল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থানের।

ইউরোপের কয়েকটি বড় লিগেই এখন নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালিত হয়।
ছবি: টুইটার

ইরানের এমন কিছু অবশ্য নতুন নয়। ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের সময় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইতালীয় ক্লাব এএস রোমার জার্সিতে থাকা ব্যাজ ঝাপসা করে দিয়েছিল। বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে রোমার ব্যাজ ইরানের দর্শকেরা ঝাপসা দেখেছেন, কারণ সেটি ইরানের সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না।

মহিলা অধিকার রক্ষার্থে সক্রিয় মাই স্টেলদি ফ্রিডম আবার এক ধাপ এগিয়ে দাবি করে, মহিলা রেফারির উন্মুক্ত পা ম্যাচ সেন্সর হওয়ার আসল কারণ, ‘সম্প্রচারকারী সংস্থা শর্টসে এক মহিলা রেফারির উপস্থিতিতে ঘাবড়ে যায়। সমস্যার সমাধান করতে তারা ম্যাচের সম্প্রচার বিঘ্নিত করে লন্ডনের রাস্তাঘাটের ছবি দেখায়। ম্যাচের শেষে এক ধারাভাষ্যকার মজার ছলে জিজ্ঞেস করেন দর্শকেরা ভৌগোলিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন কি না। এমন ধরনের মতাদর্শের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত।’

বর্তমান সময়ের সমাজ পুরুষ ও মহিলার সমান অধিকারের দাবিতে উত্তাল। ইউরোপের বিভিন্ন খেলায় মহিলা রেফারির উপস্থিতি এই মতাদর্শের এক বিশাল উদাহরণ। এমনকি গত মৌসুমের আইপিএলে মহিলা আম্পায়ারের উপস্থিতি দেখায় যে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি ভারত এবং এশিয়ার বিভিন্ন দেশও এই বিষয়ে সচেষ্ট। এমন পরিস্থিতিতে ইরানের এই ঘটনা প্রমাণ করে যে পরিবর্তন আসতে এখনো অনেকটা পথ হাঁটা বাকি।