নারী রেফারির গায়ে হাত দিয়ে বিতর্কে আগুয়েরো

নারী রেফারির গায়ে হাত দিয়ে বিতর্কে আগুয়েরো।ছবি: রয়টার্স

নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে কালই প্রথম মাঠে নেমেছেন সের্হিও আগুয়েরো। শুরুটা তাঁর জয় দিয়েই হয়েছে। ঘরের মাঠে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে সিটি। আগুয়েরো অবশ্য গোল-টোল পাননি! বরং এ ম্যাচে তাঁর সঙ্গী হয়েছে বিতর্ক। একটি থ্রো-ইন নিয়ে নারী সহকারী রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে তাঁকে অযাচিতভাবে স্পর্শ করেই বিতর্ক বাঁধিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। শুরু হয়েছে তোলপাড়।

ঘটনাটি প্রথমার্ধের শেষ বাঁশি বাজার খানিক আগের। সিটির মাঠ ইতিহাদে নারী সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। আগুয়েরোর মনে হয়েছিল থ্রো-ইনটা আসলে সিটির পাওনা। প্রথমে তিনি বিষয়টি নিয়ে ম্যাসি-এলিসের সঙ্গে তর্কে জড়ান। এরপর তাঁর কাঁধে হাত রাখেন। এরপর তিনি তাঁর পিঠও স্পর্শ করেন। বিষয়টি স্বাভাবিকভাবেই ম্যাসি-এলিসের পছন্দ হয়নি। ঝটকা মেরে তিনি সরিয়ে দেন আগুয়েরোর হাত।

কোচ গার্দিওলাকে পাশেই পাচ্ছেন আগুয়েরো।
ছবি: রয়টার্স

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, এভাবে একজন নারী সহকারী রেফারির কাঁধে ও পিঠে হাত রাখা ঠিক হয়নি আগুয়েরোর। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগুয়েরোর ঢাল হওয়ার চেষ্টা করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা, ‘আরে থামুন, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ সের্হিও। অন্য কিছুতে সমস্যা খোঁজেন, এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না।’

গার্দিওলা তাঁর অন্যতম সেরা খেলোয়াড়ের পাশে দাঁড়ালেও বিষয়টি ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইটের। ম্যাচে দিবসের বিশ্লেষণ করতে গিয়ে আগুয়েরোর এমন আচরণকে ‘অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন তিনি। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ক্রিস ফয় এই আচরণকে নিয়ম-বিরুদ্ধ বলছেন। রেফারি সে নারী বা পুরুষই হোক, নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ই তাঁর গায়ে হাত রাখতে পারবেন না। যদি কেউ এমনটা করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন ফয়।

নারী সহকারী রেফারি ম্যাসি–এলিসের সঙ্গে তর্ক করঠেন আগুয়েরো। এর পরপরই অযাচিতভাবে এলিসকে স্পর্শ করে বসেন তিনি।
সংগৃহীত ছবি

স্কাই স্পোর্টসে ম্যাচ শেষের বিশ্লেষণ করেছেন আগুয়েরোর সাবেক সতীর্থ মিকাহ রিচার্ডস। তাঁর কাছে আগুয়েরোর কাণ্ডটি খুব একটা ভালো লাগেনি। আগুয়েরোর কাণ্ড নিয়ে আগ্রহ নেই আর্সেনাল কোচ মিকেল আর্তেতারও। ম্যানচেস্টার সিটির সাবেক ইংলিশ রাইট-ব্যাক বলেছেন, ‘তার আসলে এটা করার কোনো প্রয়োজনই চিল না। রেফারিদের শ্রদ্ধা করতে হবে আপনাকে। তবে ম্যাসি-এলিস ঘটনাটা খুব ভালোভাবে সামাল দিয়েছে।’

গার্দিওলা অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবতে চান না। এ ম্যাচের আগে ঘরের মাঠে লেস্টার সিটির কাছে ৫-২ গোলের হারের ক্ষত মুছে জয়ে ফিরতে পেরেই খুশি সিটির স্প্যানিশ কোচ, ‘আর্সেনালের মতো একটি দল, যারা শিরোপার দাবিদার, তাদের হারাতে পারাটা দুর্দান্ত এক ব্যাপার।’

আর্সেনালের কোচ মিকেল আর্তেতাও আগুয়েরোর কাণ্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রেফারিং নিয়ে। আর্সেনালের একটি কর্নার বিপদমুক্ত করতে গিয়ে বক্সের মধ্যে পা অনেক ওপরে তুলেছিলেন সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার। সেটি ফাউল ধরা উচিৎ ছিল বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে রেফারি কেন ভিএআরের সাহায্য নিলেন না তা ভেবে একটু অবাকই হয়েছেন আর্তেতা, ‘আমি রেফারিকে এটা দেখতে বলেছিলাম। আমার মনে হয় না বিষয়টি ভিএআর দেখেছে। বিষয়টি নিয়ে আমি হতাশ।’