নাসরিন স্পোর্টসের জালে বসুন্ধরার ২০ গোল

আজ ২০–০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।ছবি: বাফুফে

মেয়েদের ঘরোয়া ফুটবলে এমনিতেই অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। আর প্রতিপক্ষ দুর্বল হলে তো কোনো কথায় নেই। কিন্তু কে জানত আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এতটা নিষ্ঠুরভাবে চড়াও হবে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে। মেয়েদের ফুটবল লিগে কাল বসুন্ধরা কিংস ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে।

বল কুড়িয়ে আনতে আর কিক অফ করতেই সময় গেছে নাসরিনের মেয়েদের। প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচে সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন কৃষ্ণা রানী সরকার ও সাবিনা খাতুন। ৩টি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। মনিকা চাকমা করেছেন দুটি গোল। ১টি করে গোল করেছেন সানজিদা ও শামসুন্নাহার। আত্মঘাতী একটি গোল করেছেন সুমি রানী।

ডাবল হ্যাটট্রিক করেছেন বসুন্ধরা অধিনায়ক সাবিনা খাতুন (১১ নম্বর) ও কৃষ্ণা রানী সরকার (১০ নম্বর)।
ছবি: বাফুফে

এবারের লিগে এর আগে বসুন্ধরা কিংস সর্বোচ্চ ১৪-১ গোলে হারিয়েছিল সদ্য পুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে। সাত ম্যাচের সব কটিতে জেতা দলটি মোট গোল করেছে ৬৬টি।

হ্যাটট্রিক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা (১৯ নম্বর)।
ছবি: বাফুফে

জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী বসুন্ধরা কিংসের এমন জয়ে মোটেও অবাক হননি, ‘আসলে বসুন্ধরা কিংসের সব ফুটবলার জাতীয় দলের। আর নাসরিন স্পোর্টস একাডেমি একেবারে নতুন দল। ওদের বিপক্ষে এমন ফলটাই স্বাভাবিক। তবে এত গোল ওরা না দিলেও পারত। কারণ, এতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা পরের ম্যাচে মাঠে নামতে নিরুৎসাহিত হবে।’