নিজেদের মাঠ রাঙিয়ে বড় জয় বসুন্ধরা কিংসের

নিজেদের মাঠে প্রথম জয় বসুন্ধরারছবি: প্রথম আলো

বাংলাদেশের ফুটবলে দিনটি বিশেষই ছিল বলা যায়। এই প্রথম দেশের কোনো ক্লাব প্রিমিয়ার লিগে খেলতে নামল নিজেদের ভেন্যুতে। বসুন্ধরা অ্যারেনার সঙ্গে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও তাই আজ ঢুকে গেল ইতিহাসে।

নিজেদের মাঠে প্রথম ম্যাচ আয়োজনের উপলক্ষটাকেও স্মরণীয় করে রেখেছে বসুন্ধরা। পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েছে ৩-০ গোলে।

প্রথম ম্যাচে ভিন্ন কিছুর স্বাদ দিতে চেয়েছে বসুন্ধরা
ছবি: প্রথম আলো

এবারের লিগে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টি ঘরের মাঠেই পেয়েছে বসুন্ধরা। প্রথম দিনেই বুঝিয়ে দিল, নিজেদের পরিচিত মাঠে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে অস্কার ব্রুজোনের দল। জোড়া গোল করেছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা। অন্য গোলটি বদলি এলিটা কিংসলির।

ম্যাচটিকে অনায়াসে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগে বলের দখলে অনেক এগিয়ে থেকেও পুলিশের ব্যারিকেডের সামনে বারবার বসুন্ধরার আক্রমণভাগের মুখ থুবড়ে পড়া। দ্বিতীয় ভাগে কয়েকটি পরিবর্তন এনে বসুন্ধরার বদলে যাওয়া। প্রথমার্ধে দাঁতে দাঁত চেপে বসুন্ধরার আক্রমণ ঠেকিয়ে যাওয়া পুলিশ দ্বিতীয়ার্ধে আর কুলিয়ে উঠতে পারেনি।

দলকে প্রথমে এগিয়ে দিয়েছেন রবসন
ছবি: প্রথম আলো

এমনিতেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ না থাকায় তিন বিদেশি নিয়ে খেলতে হয় বসুন্ধরাকে। চোটের কারণে আজ ছিলেন না বসনিয়ান ফরোয়ার্ড স্তোয়ান ভ্রানিয়েসও। দুই বিদেশি ছাড়া বসুন্ধরার আক্রমণভাগকে মনে হচ্ছিল ছন্নছাড়া। প্রথমার্ধে পুলিশের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা। একক প্রচেষ্টায় রবসনের একটি শট ছাড়া কিছুই ছিল না। ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর জোরালো শট ক্রসবার কাঁপিয়ে দিয়েছে, এ–ই যা।

দ্বিতীয়ার্ধে ইয়াছিন আরাফাত, মাহাদি ইউসুফ ও কিংসলি বদলি হিসেবে নামলে বদলে যায় বসুন্ধরার খেলা। তিনটি গোলেই পরোক্ষভাবে অবদান আছে মিডফিল্ডার মাহাদির। ৬৬ মিনিটে প্রথম গোলটা করিয়েছেন রবসনকে দিয়ে। পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সালের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের মধ্যে কাটব্যাক করেছিলেন মাহাদি। বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোলের খাতা খুলেছেন রবসন।

দারুণ এক গোলে লিগ মৌসুম শুরু কিংসলির
ছবি: প্রথম আলো

৭৫ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেছেন রবসনই। মাহাদি ও দানিলো আগুস্তোর মধ্যে বল দখলের লড়াইয়ে মাটিতে পড়ে যান মাহাদি। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু সিদ্ধান্তটি মানতেই পারেননি পুলিশের খেলোয়াড়েরা। প্রতিবাদ জানিয়েছেন। স্পটকিক থেকে বল জালে জড়িয়েছেন রবসন। লিগে এটি তাঁর তৃতীয় গোল।

এবারের লিগে আজই প্রথমবারের মতো মাঠে নামানো হয় কিংসলিকে। গোল করে সে আস্থার প্রতিদানও দিয়েছেন। ৮৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেছেন কিংসলি। মাঝমাঠ থেকে মাহাদির থ্রুতে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে গোল করেন তিনি। দলের এমন অবস্থার মধ্যেই ৮২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের ডিফেন্ডার ইসানুর রহমান। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা। ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে পুলিশ।

নিজেদের মাঠে গায়ে দলের লাল জার্সি ও পতাকা হাতে নিয়ে কিংস অ্যারেনায় হাজির হয়েছিলেন বসুন্ধরার কিছু সমর্থক। এর মাধ্যমে নতুন এক সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটল দেশের ফুটবলে। এর আগে ম্যাচের বিরতিতে স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।