নিজেদের শক্তি দেখাল ভারত, ৬ গোলে হার আফগানদের

ভারত লড়াই করে হারলেও বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। সংগৃহীত ছবি
ভারত লড়াই করে হারলেও বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। সংগৃহীত ছবি
>গতকাল থেকে শুরু হয়েছে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব। প্রথম দিনই মাঠে নেমেছিল বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ ভারত, ওমান, কাতার ও আফগানিস্তান। গুয়াহাটিতে ভারত লড়াই করে হারলেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব মাঠে গড়িয়েছে গতকাল। গ্রুপ ‘ই’তে বাংলাদেশের চার প্রতিপক্ষই কাল মাঠে নেমেছিল। গুয়াহাটিতে নিজেদের মাঠে ভারত খেলেছে ওমানের বিপক্ষে, দোহায় কাতারের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। ভারত ওমানের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছে। আফগানিস্তান ৬-০ গোলে উড়ে গেছে এশীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে।

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে প্রতিপক্ষের প্রথম ম্যাচের ফলে আত্মবিশ্বাসী হতে পারে জেমি ডে’র দল। তবে ওমানের বিপক্ষে ভারত দেখিয়ে দিয়েছে আগামী ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচটিতে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে।

গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশও। তবে প্রস্তুতি ম্যাচে। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। তাজিক লিগের ষষ্ঠ দল সিএসকেএ পামিরের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৩ মিনিটেই গোল পেয়ে গিয়েছিল বাংলাদেশ। গোলদাতা সেই রবিউল হাসান, যিনি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সর্বশেষ দুটি জয়েরই নায়ক। বিশ্বকাপের প্রাক বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে লাওসের বিপক্ষে তাঁর গোলেই মহামূল্যবান জয়টি পেয়েছিল বাংলাদেশ। কাল গোল করলেও বাংলাদেশ জিততে পারেনি। ২৮ মিনিটে তাজিক দলটি গোল শোধ করে দিলে ম্যাচটি হয়েছে ড্র।

নিজের দলের ম্যাচ থাকলেও বাংলাদেশ দলের কোচ জেমির চোখ ছিল কাতারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে। ইতিমধ্যে দেখা হয়ে গেছে ম্যাচের হাইলাইটসও। দোহায় কাতারের কাছে আফগানিস্তানের ৬-০ গোলে হারে নিজেদের নিয়ে কিছুটা আত্মবিশ্বাসী হলেও খুব খুশির কারণ দেখছেন না বাংলাদেশের কোচ, ‘কাতার অনেক শক্তিশালী দল। তাদের বিপক্ষে আফগানিস্তানের এমন বড় পরাজয়ে অবাক হওয়ার কিছুই নেই। সুতরাং এই ম্যাচের ফল আমরা বিবেচনায় নিচ্ছি না।’

অন্যদিকে গুয়াহাটিতে তো প্রায় চমকই দেখিয়ে দিয়েছিল ভারত। ওমানের বিপক্ষে নিজেদের মাটিতে ২৪ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গেলেও ভারত শেষ পর্যন্ত হেরেছে ২-১ গোলে। ৮২ মিনিট পর্যন্ত এ ম্যাচে ভারত এগিয়ে ছিল। কিছুটা দুর্ভাগ্যও ছিল ভারতের। এগিয়ে যাওয়ার পর ছেত্রীরই একটি শট ক্রসবারে লেগে গোল-বঞ্চিত হয় ভারত। শেষ ৮ মিনিটে দুর্দান্ত ফুটবল খেলেই ম্যাচটা বের করে নেয় ওমান।

গতকাল মাঠে নেমেছিল দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্য তিন দেশ নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম শক্তি মালদ্বীপ গুয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতলেও হেরেছে অন্যরা। নিজেদের মাটিতে শ্রীলঙ্কা ২-০ গোলে হেরেছে তুর্কমিনিস্তানের কাছে। আর কুয়েত সিটিতে স্বাগতিকদের কাছে ৭-০ গোলে হেরেছে নেপাল।