‘নিশ্চয়ই কাতারের বিপক্ষে ভারতের গুরপ্রীত হতে চাইব’

কাতারের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানাপ্রথম আলো ফাইল ছবি

বড় দলের বিপক্ষে ছোট দলের গোলকিপারদের ব্যস্ত সময়ই কাটে। গোলকিপারের দিনটা ভালো কাটলে ছোট দলকে পয়েন্ট এনে দিতে পারেন একাই। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং যেমন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কাতারের সামনে।

গত বছর ১১ সেপ্টেম্বর তাঁর দুর্দান্ত নৈপুণ্য বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের কাছ থেকে মূল্যবান ১টি পয়েন্ট কেড়ে নিয়েছে ভারত (০-০)। সেই গুরপ্রীত সিংয়ের ভিডিও দেখে উজ্জীবিত আশরাফুল ইসলাম। আজ কাতারের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেলে দারুণ কিছু করতে চান অভিজ্ঞ এই গোলকিপার।  

তবে আশরাফুল নিশ্চিত নন কোচ কাকে বেছে নেবেন। দোহায় এসে সর্বশেষ অনুশীলন ম্যাচের নৈপুণ্য বিবেচনায় বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমানের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

আশরাফুল অবশ্য তৈরি, সুযোগ পেলে সেরাটা ঢেলে দেবেন মাঠে। দোহায় টিম হোটেলে গতকাল কোভিড-১৯ টেস্ট দেওয়ার ফাঁকে আজকের ম্যাচ নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

প্রশ্ন:

কাতার ম্যাচ নিয়ে প্রস্তুতি কেমন?

আশরাফুল ইসলাম: প্রস্তুতি ভালোই। দোহায় আমরা এসেছি গত ১৯ নভেম্বর। তিন দিন কোয়ারেন্টিনে থেকে মাঠে অনুশীলন শুরু করি। এখানে আসার আগে নেপালের সঙ্গে ঢাকায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলা হয়েছে। দোহায় খেলা হয়েছে দুটি। তবে ভালো হতো আমরা আরও ম্যাচের মধ্যে থাকতে পারলে।

কাতারের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন আশরাফুল
প্রথম আলো ফাইল ছবি
প্রশ্ন:

তারপরও কাতারের উন্নত সুযোগ-সুবিধার মধ্যে ১২-১৩ দিন অনুশীলন করতে পারাও কম নয়। কী বলেন?

আশরাফুল: অবশ্যই। এটা তো বলারই অপেক্ষা রাখে না। আমরা এখানে প্রস্তুতি নিতে পেরে খুশি। দারুণ মাঠ, দারুণ জিম। সব উন্নত সুযোগ-সুবিধার মধ্যেই ছিলাম গত কদিন।

প্রশ্ন:

কাতারের বিপক্ষে ম্যাচ নিয়ে কী ভাবছেন?

আশরাফুল: ওদের সঙ্গে ঢাকায় আমরা খেলেছি একরকম প্রেক্ষাপটে। সে ম্যাচে আমি ছিলাম পোস্টের নিচে। আমরা ২-০ গোলে হারলেও ভালো খেলেছি। তবে এই ম্যাচটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কাতার এশিয়ার ১ নম্বর দল। তবে যতটা ভালো করা যায়, সেই চেষ্টা আমরা করব।

প্রশ্ন:

কেমন চাপ অনুভব করছেন?

বড় ম্যাচে নিজের ওপর চাপ নিতে চান না আশরাফুল
প্রথম আলো ফাইল ছবি

আশরাফুল: চাপ তো থাকবেই। তবে আগেই নিজেদের ওপর চাপটা নিয়ে নিলে বাজে ফল হবে। এ কারণেই আমরা চাপ জিনিসটা এক পাশে সরিয়ে রাখছি।

প্রশ্ন:

কেমন চাপ অনুভব করছেন?

আশরাফুল: চাপ তো থাকবেই। তবে আগেই নিজেদের ওপর চাপটা নিয়ে নিলে বাজে ফল হবে। এ কারণেই আমরা চাপ জিনিসটা এক পাশে সরিয়ে রাখছি।

প্রশ্ন:

এই ধরনের ম্যাচে ছোট দলের গোলকিপারের ওপর দিয়ে ঝড়টা বেশি যায়। যদি একাদশে কোচ আপনাকেই রাখেন, মানসিকভাবে প্রস্তুত?

আশরাফুল: আমি জানি, গোলকিপারকে বড় ভূমিকা নিতে হয় এমন ম্যাচে। সেটা মাথায় রেখেই কাজ করছি। যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব, নিয়েছি। কীভাবে ওদের আক্রমণের সামনে দাঁড়াব, সেটার মহড়া দিয়েছি। কাতার সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে প্রীতি ম্যাচটা খেলল, সেটি আমরা এখানে রুমে বসে টিভিতে দেখেছি। কাতারের কিছু ম্যাচের ডিডিও দেখা হয়েছে। ওরা কীভাবে কীভাবে খেলে, কীভাবে প্রতিরোধ করব, সবই কোচ আমাদের দেখিয়েছেন। অ্যাটাকিং থার্ডে ওদের সব খেলোয়াড় আসে। উইংব্যাক উঠে আসে। কীভাবে কোন জায়গায় ওদের আমরা থামাব, এসব নিয়েও কাজ হয়েছে।

প্রশ্ন:

ভারতের গোলকিপার গুরপ্রীত সিং আটকে দিয়েছিলেন কাতারকে। ভারতের পোস্টে কাতার ২৬টি শট নিয়েও গোল করতে পারেনি। গুরুপ্রীতি হতে পারবেন?

আশরাফুল: ভারতের গুরপ্রীত কাতারকে আটকে দিতে পারলে আমি কেন পারব না, এই বিশ্বাসটা সব সময় রাখছি। নিশ্চয়ই কাতারের বিপক্ষে গুরপ্রীত হতে চাইব।

প্রশ্ন:

ভারতের গোলকিপার গুরপ্রীত সিং আটকে দিয়েছিলেন কাতারকে। ভারতের পোস্টে কাতার ২৬টি শট নিয়েও গোল করতে পারেনি। গুরুপ্রীতি হতে পারবেন?

আশরাফুল: গুরপ্রীত কাতারকে আটকে দিতে পারলে আমি কেন পারব না, এই বিশ্বাসটা সব সময় রাখছি। নিশ্চয়ই কাতারের বিপক্ষে গুরপ্রীত হতে চাইব।

কাতারের বিপক্ষে প্রতি আক্রমণ নিয়ে রণকৌশল সাজাচ্ছে বাংলাদেশ। কাতারে যাওয়ার আগে সতীর্থের সঙ্গে অনুশীলনের এক মুহূর্তে আশরাফুল
প্রথম আলো ফাইল ছবি
প্রশ্ন:

বাংলাদেশ দলের কৌশল কী হবে?

আশরাফুল: আমরা জানি কাতার আমাদের ওপর প্রাধান্য নিয়ে খেলবে। ম্যাচটা সমানতালে অর্থাৎ ৫০-৫০ খেলার সুযোগ নেই। তবে আমরা প্রতি-আক্রমণে দ্রুত যাব। এভাবে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। ঢাকায় প্রথম লেগে কাতারের সঙ্গে আমরা ভালো খেলেছি। গোলও পেতে পারতাম সেদিন। কিন্তু গোল নষ্ট করায় সেটা আর হয়নি।

প্রশ্ন:

সমর্থকদের উদ্দেশে আপনার বার্তা কী?

আশরাফুল: সাধ্যমতো আমরা নিজেদের সেরাটা দেব মাঠে। আমরা ‘টিম বাংলাদেশ’ হয়ে খেলব। এটাই এই ম্যাচে সবচেয়ে জরুরি। সবার শুভকামনা থাকলে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।