নেইমার না থাকলেই ভালো করেন এমবাপ্পে?

নেইমার ও এমবাপ্পে।ফাইল ছবি: এএফপি

পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই এটা নিয়মিত হয়ে উঠেছে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুটা চোটের কারণে মাঠের বাইরে থাকবেনই নেইমার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচের আগে ঘরোয়া কাপে খেলতে গিয়ে চোটে পড়েছেন নেইমার। আরও একবার ইউরোপীয় প্রতিযোগিতায় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে ছাড়া দ্বিতীয় রাউন্ডের মহারণে নামতে হয়েছে পিএসজিকে।

নেইমারের অনুপস্থিতি অবশ্য টের পেতে দিচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার মাঠে পিএসজিকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। নিজে করেছেন হ্যাটট্রিক। লিগের দৌড়েও ভালোভাবেই টিকে আছে পিএসজি। ফলে কথা উঠে গেছে, নেইমারের অনুপস্থিতিতেই এমবাপ্পে বেশি করে জ্বলে ওঠেন, বেশি ভালো খেলেন। তবে এমন ইঙ্গিতে ক্ষেপে উঠেছেন মারকিনিওস। বলে দিয়েছেন এমন ফালতু গল্পে বিশ্বাস না করতে।

দারুণ ছন্দে আছেন এমবাপ্পে।
ছবি: রয়টার্স

গত ১০ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। এর ছয় দিন পরই বার্সেলোনার মাঠে আলো ছড়িয়েছেন এমবাপ্পে। নেইমারের মতো একজনের অনুপস্থিতিতেও ক্যাম্প ন্যুতে ত্রাস ছড়াতে সমস্যা হয়নি এমবাপ্পের। সংবাদমাধ্যম আরটিএল এ ব্যাপারে প্রশ্ন রেখেছিল পিএসজি ডিফেন্ডারের কাছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার স্বদেশি ফরোয়ার্ডের ব্যাপারে এমন নেতিবাচক মন্তব্যে ক্ষেপে উঠেছিলেন রীতিমতো, ‘না, আমরা এসব গল্পে বিশ্বাস করতে পারি না। আমি দেখছি, মানুষ এ নিয়ে কথা বলছে। কিন্তু এসব ফালতু কথাবার্তা বন্ধ হওয়া দরকার। আমরা সব সময় চাই, সেরা খেলোয়াড়েরা আমাদের সঙ্গে থাকুক। আপনি কিলিয়ানকে জিজ্ঞাসা করুন, সে–ও চাইবে, তাঁর পাশে নেইমার থাকুক।’

নেইমারের অনুপস্থিতিতে লিগে তিন ম্যাচ খেলেছেন এমবাপ্পে। এতে দুই গোল করেছেন এমবাপ্পে। আর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচেই করেছেন তিন গোল। এর আগে চোটের কারণে নেইমার মৌসুমের একপর্যায়ে লিগে টানা পাঁচ ম্যাচ খেলেননি। সে সময় চার ম্যাচে দুই গোল ছিল এমবাপ্পের। এ মৌসুমে নেইমার আরও বেশ কয়েকবার চোট ও নিষেধাজ্ঞায় ম্যাচ খেলতে পারেননি। তেমন আরও তিন ম্যাচে শুরু থেকে খেলে চার গোল করেছিলেন এমবাপ্পে। অর্থাৎ লিগে নেইমার ছিলেন না, এমন ১০ ম্যাচে আট গোল এমবাপ্পের। লিগে ২৩ ম্যাচে ১৮ গোল করায় বোঝাই যাচ্ছে, নেইমার মাঠে থাকা বা না থাকা এমবাপ্পের খেলায় প্রভাব ফেলছে না।

আবার চোট পেয়েছেন নেইমার।
ফাইল ছবি: রয়টার্স

বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পের কীর্তিটা সামনে থেকেই দেখেছেন মারকিনিওস। কিন্তু এতে শুধুই এমবাপ্পের অবদান খোঁজা ভুল হবে বলে ধারণা পিএসজি ডিফেন্ডারের, ‘কিলিয়ান সে ম্যাচে ছিল এবং যা করা দরকার, তা–ই করেছে। কিন্তু সে ম্যাচে অন্য খেলোয়াড়েরাও গুরুত্বপূর্ণ ছিল। যখন দল ভালো খেলে, তখন ব্যক্তিগত পারফরম্যান্স আরও ভালো হয়। এটা (বার্সেলোনার বিপক্ষে পারফরম্যান্স) ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ক্যাম্প ন্যুতে তিন গোল করা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও। সবাই জানে, সে কী করতে পারে। আমরা তাকে যতটা সম্ভব সাহায্য করতে চাই। ব্যক্তিত্ব ও দক্ষতার মাধ্যমে সে মাঠে নেতৃত্ব দেয়। সে অসাধারণ এক ম্যাচ খেলেছিল।’

পিএসজি এখন ১০ মার্চের ম্যাচে এমবাপ্পের পাশে নেইমারকেও পাওয়ার আশা করছে। চার সপ্তাহের জন্য ছিটকে গেলেও এই ম্যাচে নেইমার ফিরতে পারেন বলে আশা দেখিয়েছেন কোচ মরিসিও পচেত্তিনো। আর ফিরলেই নেইমার নিশ্চয় দেখিয়ে দেবেন, তাঁকে পাশে পেলে কতটা ভালো খেলেন এমবাপ্পে।