নেইমারদের চ্যালেঞ্জ জানাতে আসছেন মেসিদের সাবেক কোচ

গত বিশ্বকাপে মেসিদের কোচ ছিলেন সাম্পাওলি।ছবি : টুইটার

সেই ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানা আসার পর থেকেই ভাগ্য বদলেছে পিএসজির। লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য কায়েম হয়েছে। সেটি সম্ভব হয়েছে বছরের পর বছর ধরে নামীদামি সব খেলোয়াড় ও কোচ আসার কারণে।

এই ১০ বছরে অন্য কেউ যে লিগ জেতেনি, তা নয়। কিলিয়ান এমবাপ্পে, বের্নার্দো সিলভা, ফাবিনিও, রাদামেল ফালকাওকে অস্ত্র বানিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ থেকে কোচ এনেছিল মোনাকো। লিগও জিতেছিল তারা। গত ১০ বছরে পিএসজির আধিপত্য খর্ব করে লিগ জয়ের কৃতিত্ব তাই কেবল পর্তুগিজ কোচ লিওনার্দো জার্দিমেরই ছিল। এবার সে থেকে শিক্ষা নিয়েই কিনা সর্বকালের আরেক অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সাবেক গুরুকে কোচ করে আনছে ফরাসি লিগের ক্লাব অলিম্পিক মার্শেই। তিনি আর কেউ নন, হোর্হে সাম্পাওলি।

নেইমারদের আধিপত্য ভাঙতে পারবেন সাম্পাওলি?
ছবি : রয়টার্স

লক্ষ্য একটাই, পিএসজির আধিপত্য খর্ব করা। নেইমার-এমবাপ্পেদের চ্যালেঞ্জ জানিয়ে লিগে নিজেদের অবস্থান আরও শক্ত করা। হ্যাঁ, সেই সাম্পাওলি, ২০১৮ বিশ্বকাপে মেসিদের দায়িত্ব দেওয়া হয়েছিল যাঁকে। যাঁর অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। বিদায় নিয়েছিল ফ্রান্সের কাছে হেরে।

সাম্পাওলির আর্জেন্টিনা অধ্যায়টা তাঁর কোচিং ক্যারিয়ারের একটা কালো দাগ হিসেবেই থাকবে। ২০১৫ সালে এই কোচ হয়েছিলেন জাতীয় দলের কোচদের মধ্যে বিশ্বের সেরা। কারণ, সেবার মেসির আর্জেন্টিনাকে হারিয়েই চিলিকে জিতিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপা। সেভিয়া, সান্তোসের মতো ক্লাবে কোচিং করিয়ে অবশেষে যোগ দিয়েছিলেন আতলেতিকো মিনেইরোতে। সেখান থেকেই এখন পাড়ি জমাচ্ছেন ফ্রান্সে। আরএমসি স্পোর্ত, লেকিপের মতো সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, মার্শেইতেই আসছেন সাম্পাওলি। ওদিকে আতলেতিকো মিনেইরো নিশ্চিত করেছে, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন সাম্পাওলি।

সর্বশেষ আতলেতিকো মিনেইরোর কোচ ছিলেন সাম্পাওলি।
ছবি : রয়টার্স

বলা হচ্ছে, মার্শেইয়ের সঙ্গে সাম্পাওলির চুক্তি ২০২৩ পর্যন্ত হতে চলেছে। এমনিতেই মার্শেইয়ের অবস্থা বেশ খারাপ। দিমিত্রি পায়েত, আরকাদিউশ মিলিক, দারিও বেনেদেত্তো, স্তিভেন মানদান্দা, ফ্লোরাঁ থোভাঁর মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে তারা। কিছুদিন আগেও কোচ ছিলেন চেলসি ও টটেনহামের সাবেক কোচ আন্দ্রে ভিয়াস বোয়াস। মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছেড়েছেন তিনি। সে জায়গায়ই আসছেন সাম্পাওলি।

কিংবদন্তি আর্জেন্টাইন ম্যানেজার মার্সেলো বিয়েলসার শিষ্য এই কোচ এমনিতেই আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করেন দলকে। দেখা যাক, নেইমারদের চ্যালেঞ্জ জানাতে সে ফুটবল কতটুকু কার্যকরী হয়!