নেশনস লিগকে পাত্তা দিচ্ছেন না মুলার, কেইনের পেনাল্টিতে আপত্তি ফ্লিকের

নেশনস লিগে জার্মানির ফল নিয়ে ভাবছেন না মুলারছবি: রয়টার্স

উয়েফা নেশনস লিগ নিয়ে মাতামাতির কিছু নেই বলেই মনে করেন জার্মান তারকা টমাস মুলার। কাল রাতে মিউনিখে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানির ১-১ গোলে ড্র ম্যাচে ইংলিশদের পেনাল্টি নিয়েও আপত্তি আছে জার্মানি কোচ হ্যান্সি ফ্লিকের। মুলার মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তাঁর দল জার্মানি খুব খারাপ খেলেনি।

উয়েফার উদ্ভাবন নেশনস লিগ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোয় প্রতিদ্বন্দ্বিতার আমেজ আনতে উয়েফা নেশনস লিগ চালু করেছে। বড় দলগুলো এই নেশনস লিগ যে খুব আগ্রহ নিয়ে খেলে, ব্যাপারটা এমন নয়। তবে উয়েফার বাধ্যবাধকতা; তাদের কিছু করার নেই।

আরও পড়ুন

গতকাল মিউনিখে গ্রুপ এ৩-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। জোনাস হফমানের গোল জার্মানি এগিয়ে গেলেও ম্যাচটিতে ইংল্যান্ড শেষ পর্যন্ত সমতা ফিরিয়েছে হ্যারি কেইনের ৫০তম আন্তর্জাতিক গোলে। তবে পেনাল্টি থেকে আসা সেই গোল নিয়ে বেজায় আপত্তি জার্মান কোচ হান্সি ফ্লিকের। তিনি সেটি মেনে নিচ্ছেন, ‘রেফারির সিদ্ধান্ত’ হিসেবেই। এ নিয়ে আর কিছু বলতেও রাজি নন ফ্লিক।

ম্যাচের ফল নিয়ে মুলার ভাবছেন না, ‘এটা নেশনস লিগের ম্যাচ। মূলত, এই টুর্নামেন্টের মোড়কে আমরা প্রীতি ম্যাচই খেলি।’

কেইনের এই পেনাল্টিতে সমতায় ফেরে ইংল্যান্ড
ছবি: রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র হয়েছে ঠিকই, তবে মুলার মনে করেন আবার খেলা হলে জয়ী হবে জার্মানিই, ‘আমার ভাবনাটা এমনই। আমার মনে হয়, ইংল্যান্ডের বিপক্ষে আবারও খেলা হলে জিতবে জার্মানিই। দুই দলের খেলায় বেশির ভাগ সময় জার্মানিই জেতে।’

মুলারের কথার সঙ্গে একমত ফ্লিক। ইংল্যান্ডের পেনাল্টিটি নিয়ে যে আপত্তি তিনি রেফারিকে জানিয়েছেন, সেটি উল্লেখ করেছেন জার্মান কোচ, ‘আমি আমার দলের পারফরম্যান্সে খুশি। আপাতত আমরা যে ম্যাচগুলো খেলেছি (নেশনস লিগে), সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। সেপ্টেম্বরে পরবর্তী লেগের খেলা। তখন আমরা নিজেদের দুর্বলতাগুলো কাটিয়েই মাঠে নামতে পারব বলে মনে করি।’

পেনাল্টিটি কেন ন্যায্য ছিল না, এর ব্যাখ্যাও দিয়েছেন ফ্লিক, ‘আমার তো মনে হয় স্লোতেরবেক কেইনকে ঠিকমতো দেখেওনি। সে পুরোপুরি অন্যদিকে তাকিয়ে ছিল। আমি ম্যাচ শেষে রেফারির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কিন্তু পেনাল্টিটি রেফারির সিদ্ধান্তে ইংল্যান্ড পেয়েছে। এটা এমন একটা বিষয় যে আপনাকে এটি মেনে নিতেই হবে। সুতরাং এ নিয়ে কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া উচিত।’