‘পরার জন্য জার্সি আর ভ্রমণের বাস যতক্ষণ আছে, চেলসির লড়াইটাও থাকবে’

অনিশ্চিতার মধ্যেই চেলসির ফুটবলাররা নিজেদের কাজটা করে যাচ্ছেনছবি: রয়টার্স

ব্রিটিশ সরকার রোমান আব্রামোভিচের সম্পদ বাজেয়াপ্ত করার কথা ঘোষণা করার পরই নরউইচের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল চেলসি। ১১৭ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ইংলিশ ক্লাবটি। কিন্তু মাঠে সেটির প্রভাব পড়েনি। নরউইচের বিপক্ষে ৩-১ গোলে জিতে কোচ টমাস টুখেল জানিয়েছেন, মাঠে নিজেদের কাজটা ঠিকমতোই করে যাবেন তাঁরা।

ম্যাচ শুরুর ঠিক আগে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা মেনে জার্সি পৃষ্ঠপোষক ‘থ্রি’ চেলসির সঙ্গে সম্পর্কচ্যুত করে। মুঠোফোন প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত চেলসির জন্য বড় এক ধাক্কা। তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে ঘোষণাটা আসায় তখনই জার্সি বদলানোর সুযোগ পায়নি চেলসি। তাই নরউইচের বিপক্ষে চেলসির হোম জার্সিতে ‘থ্রি’ মুঠোফোনের লোগোটা ছিল। এত কিছুর পরও কোচ টুখেলের কাছে পরিস্থিতিটা ঠিক অন্য রকম লাগছে না।

টুখেল খেলা নিয়েই ব্যস্ত থাকতে চান
ছবি: রয়টার্স

কাল ম্যাচ শেষে বলেছেন, ‘পরিস্থিতিটা অদ্ভুত ঠিকই, কিন্তু আমার নিজের কাছে তেমনটি লাগছে না। আমরা একটা নির্দিষ্ট সূচি মেনে চলি। সেই সূচি মেনেই অনুশীলন করি, ম্যাচের দিন মাঠে আসি। এ সূচিতে সবাই অভ্যস্ত এবং এটি এমন একটা জিনিস, যা আপনাকে নিরাপদ বোধ করাবে।’

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই সমস্যাটা হয়েছে। ২০০৩ সালে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ চেলসি কিনে নেওয়ার পর থেকেই তিনি এ ক্লাবের সুখ-দুঃখের সঙ্গী। রুশ এই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের একজন। ইউক্রেন অভিযানের ঘোর বিরোধী ব্রিটিশ সরকার সে কারণেই আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে এই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরে আগে থেকেই অভিযোগ ছিল। ব্রিটিশ পার্লামেন্টে কিছুদিন আগেই তাঁকে নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে আব্রামোভিচ চেলসিকে বিক্রি করে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কাল সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত আসার পর সেটিও থমকে যাচ্ছে।

‘থ্রি’ মোবাইল সরে দাঁড়িয়েছে চেলসির জার্সির পৃষ্ঠপোষক থেকে
ছবি: রয়টার্স

নরউইচের বিপক্ষে কালও চেলসির সমর্থকেরা মালিক আব্রামোভিচের নামে স্লোগান দিয়েছেন। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেই আছে চেলসি। ক্লাব বিশ্বকাপ জয়ের পর লিগে টানা চার ম্যাচে জয় পেয়েছে তারা। পৌঁছে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও। চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার পথেও এগোচ্ছে তারা। শেষ ষোলোতে সামনের ১৭ মার্চ তারা খেলবে লিলের বিপক্ষে। প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়ে অবস্থানটাও সুবিধাজনক তাদের।

টুখেল এখন আব্রামোভিচের ব্যাপারটি ভুলতে চাচ্ছেন এসব নিয়ে ব্যস্ত থেকে, ‘ফুটবলের রোমাঞ্চ ও এর প্রতি ভালোবাসাটাই আসলে আমাদের সাহায্য করছে সবকিছু ভুলে থাকতে। আমরা এটিই চাই। আমরা কঠোর পরিশ্রম করতে চাই। একসঙ্গে কাজ করতে চাই। এটাই মনোযোগ ধরে রাখার মোক্ষম উপায়। আমরা এটিই উপভোগ করতে চাই।’

চেলসিকে ইউরোপের ফুটবলে নতুন করে চিনিয়েছিলে আব্রামোভিচ
ছবি: রয়টার্স

এ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে এ মুহূর্তে তৃতীয় স্থানে আছে চেলসি। নরউইচের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। গোল করেন ট্রেভোহ চালোবা (তৃতীয় মিনিট) আর মেসন মাউন্ট (১৪ মিনিট)। ম্যাচের সময় মাঠের বাইরের কোনো কিছুরই প্রভাব ছিল না তাদের খেলায়। ৬৯ মিনিটে নরউইচ খেলায় ফেরার চেষ্টা চালিয়েছিল, গোল করেন ফিনল্যান্ডের স্ট্রাইকার টিমু পুকি। ৯০ মিনিটে স্কোরলাইন ৩-১ করে দেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।

সবকিছু ছাপিয়ে কোচ টুখেল ম্যাচ শেষে খেলোয়াড়দের ওপর তাঁর আস্থার কথাটিই জানিয়েছেন, ‘আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি। এটা কখনোই বদলাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের পরে খেলার মতো যথেষ্ট জার্সি আছে, আর খেলতে যাওয়ার জন্য একটা বাস আছে, আমরা খেলে যাব, আমরা লড়াই করব।’