পরিবারের সদস্যকে ছুরি মেরে গ্রেপ্তার ডাচ‌ তারকা

আয়াক্সের ডাচ্‌ উইঙ্গার কুইন্সি প্রমেসছবি: টুইটার

এবার বেশ ভালোই ফর্মে ছিলেন ডাচ্‌ উইঙ্গার কুইন্সি প্রমেস। এমনকি গত শনিবারেও পিইসি জুলের বিপক্ষে গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন, প্রমেসের আয়াক্স ম্যাচটা জিতেছে ৪-০ গোলে।

সেই ম্যাচের পরে সতীর্থদের সঙ্গে আনন্দ করবেন কি, উল্টো অতীতের এক পাপ তাড়া করে ফেরা শুরু করেছে এই তারকা ফরোয়ার্ডকে।

ডাচ্‌ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রমেসকে। কারণ? কয়েক মাস আগে প্রমেস নাকি তাঁর পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাত করেছেন!

বেশ ভালোই আহত হন সেই সদস্য। ওদিকে রোববার সকালেও প্রমেসকে অনুশীলনে দেখা যায়নি। টেলিগ্রাফ জানিয়েছে, আমস্টারডামের আবকুদে অঞ্চলে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে সেই পারিবারিক সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রমেস।

পরিস্থিতি উত্তপ্ত হতে হতে এমন অবস্থা হয় যে শেষমেশ সেই সদস্যকে ছুরি মেরে বসেন এই ডাচ্‌ উইঙ্গার। পরিবারের অন্য সদস্যরা উন্মত্ত প্রমেসকে না থামালে হয়তো খুনোখুনিই হয়ে যেত সেদিন!

এক মাস আগে ঘটনাটা ডাচ্‌ পুলিশের কানে আসে। সেই থেকে তারা প্রমেসের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করছিল।

পুলিশের মুখপাত্র ইয়েলমের গির্দস বলেছেন, ‘এক মাস আগে ব্যাপারটা সম্পর্কে জানতে পারি আমরা। এরপর থেকেই আমরা ঘটনাটার পক্ষে-বিপক্ষে প্রমাণাদি জোগাড় করা শুরু করি। শেষমেশ পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আজ (কাল) প্রমেসকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে প্রমেসের আইনজীবী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাঁর মক্কেল আয়াক্স ফরোয়ার্ডকে নির্দোষ দাবি করেন, ‘যে ঘটনাটার ব্যাপারে কথা হচ্ছে, সে সময় প্রমেস ওই জায়গায় ছিলই না। প্রমেস এ ব্যাপারে পুলিশকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।’

প্রতিভাবান এই উইঙ্গার ডাচ্‌ ক্লাব এফসি টোয়েন্টেতে আলো ছড়িয়ে যোগ দেন রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোয়। এরপর স্প্যানিশ লিগের ক্লাব সেভিয়া ঘুরে নিজ দেশের ক্লাব আয়াক্সে ফেরত আসেন গত বছর।

এ পর্যন্ত আয়াক্সের হয়ে ২৮ লিগ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন এই উইঙ্গার। ২০১৪ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষিক্ত এই তারকা জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলে ৭ গোল করেছেন।