পিএসজি কি পারবে ম্যান সিটির মাঠে ঘুরে দাঁড়াতে?

সিটির মাঠে আজ নেইমারদের জীবন-মরণ ম্যাচএএফপি

নেইমার বলেছেন, ম্যানচেস্টার সিটিকে হারানোর জন্য যদি মাঠে তাঁকে প্রাণ দিতে হয়, তিনি তা-ই করবেন। সের্হিও আগুয়েরো এর আগেই বলে রেখেছেন, মৌসুম শেষে সিটিকে বিদায় বলার আগে চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা তাঁর চাই-ই চাই। নেইমার ও আগুয়েরো দুজনের চাওয়াই পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। আজ রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ শেষে যেকোনো একটা দলই টিকে থাকবে—নেইমারের পিএসজি অথবা আগুয়েরোর ম্যান সিটি।

নেইমারদের কাজটাই কঠিন। নিজেদের মাঠ পার্ক দো প্রিন্সেসে প্রথম লেগে পিএসজি ২-১ গোলে হেরেছে সিটির কাছে। ব্যবধানের চেয়েও বড় কথা, প্রতিপক্ষের মাঠ থেকে সিটি মহামূল্য দুটি গোল নিয়ে ফিরেছে। তার মানে, আজ ইতিহাদে পিএসজিকে জিততে তো হবেই, অন্তত দুই গোলও করতে হবে। জবাবে যদি সিটি কোনো গোল করে, পিএসজিকেও তখন বাড়াতে হবে গোলের সংখ্যা। এদেরসন-দিয়াজ-স্টোনস-লাপোর্তদের নিয়ে গড়া সিটির রক্ষণের বিপক্ষে কাজটা একটু কঠিন বৈকি!