পিএসজি সেরা জায়গা—এমবাপ্পে জানেন না

এমবাপ্পে এখন ব্যস্ত আছেন ফ্রান্সের হয়ে ইউরো খেলা নিয়ে।ছবি: রয়টার্স

ফুটবল বিশ্ব এখন মেতে আছে ইউরোয়। আগামীকাল শুরু হচ্ছে কোপা আমেরিকাও। আন্তর্জাতিক ফুটবলের ডামাডোলে একটু কি চাপা পড়ে গেছে গ্রীষ্মকালীন দলবদলের উত্তেজনা? তা পড়েছে বৈকি। ইউরো আর কোপা আমেরিকা না চললে এখন নিঃসন্দেহে সংবাদমাধ্যমের বড় অংশজুড়ে প্রতিদিনই থাকত দলবদলের সংবাদ। লিওনেল মেসি কি বার্সেলোনা সত্যি ছেড়ে দিচ্ছেন, রোনালদোর ভবিষ্যৎ কী—এসব খবর এখন একটু কমই আসছে।

তবে দলবদল নিয়ে আলোচনা তো আর থেমে নেই। তাই ইউরো ও কোপা আমেরিকার উত্তেজনাকে ছাপিয়ে মাঝেমধ্যে দলবদলের খবরও চোখ পড়াটাই স্বাভাবিক। স্পেনের সংবাদমাধ্যম মার্কা যেমন কাল দলবদল নিয়ে একটি খবর দিয়েছে। আর সেই খবর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে।

কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুমটাও প্যারিসে থাকবেন বলেই বিশ্বাস পিএসজির মালিক নাসের আল খেলাইফির।
ছবি: রয়টার্স

এবারের দলবদলে মেসি, রোনালদো আর রামোসের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই বেশি আলোচনা। পাশাপাশি এমবাপ্পেকে নিয়ে আগ্রহ আছে ফুটবলপ্রেমীদের। জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে ২২ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে আলোচনা ছিল এ রকম—পিএসজি ছেড়ে কবে তিনি রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন? এখন সেই আলোচনায় একটু ভাটার টান। পিএসজির সঙ্গে ফরাসি স্ট্রাইকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। এখনো নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু না হওয়ায় প্রশ্ন উঠেছে—আসলেই কি তিনি পিএসজিতে থাকবেন?

পিএসজিতে থেকে যাবেন, নাকি অন্য কোথাও যাবেন সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি এমবাপ্পে।
ছবি: রয়টার্স

গত সপ্তাহে পিএসজির মালিক নাসের আল খেলাইফি বলেছেন, আগামী মৌসুমটা এমবাপ্পে প্যারিসেই থাকবেন। দুদিন আগে খবর আসে নেইমার বুঝিয়ে–শুনিয়ে এমবাপ্পেকে পিএসজিতেই রাখছেন! কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপ্পে নিজেই যেন একটু সন্দিহান! আপাতত এমবাপ্পে ফ্রান্সের হয়ে ইউরো খেলা নিয়েই ব্যস্ত। এর মধ্যেও তাঁকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয়েছে।

ফ্রান্স ফুটবল সাময়িকীর এক প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং এটা খুব কঠিন ব্যাপার...ভালো একটি সিদ্ধান্ত নিতে নিজেকে সেরা সুযোগটা দিতে হবে আমায়।’ এমবাপ্পে এরপর যা বলেছেন সেটাতে স্পষ্ট হয় তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, ‘আমি এমন একটি জায়গায় আছি, যে জায়গাটা আমি পছন্দ করি। কিন্তু এটাই কি আমার জন্য সেরা জায়গা? আমার কাছে এখনো এর কোনো উত্তর নেই।’

নেইমার নাকি বুঝিয়ে–শুনিয়ে কিলিয়ান এমবাপ্পেকে পিএসজিতে রেখে দিতে পারছেন।
ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত যদি পিএসজি ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে কোনো রাখঢাক রাখবেন না এমবাপ্পে। তিনি সরাসরিই বিষয়টি সামলাবেন বলে জানিয়ছেন, ‘পিএসজি আমার অনুরোধ বুঝবে ও মানবে। কারণ, তারা জানে আমি বিশ্বাসঘাতকতা করার মতো কোনো দলবদল করব না।’ এমবাপ্পে এরপর যোগ করেন, ‘একজন ভালো খেলোয়াড় হিসেবে আমি জানি মাঠের বাইরের বিষয়গুলোও কতটা পরিচ্ছন্ন আর দুর্দান্তভাবে করা যায়।’