পিএসজির প্রস্তাবে জিদানের ‘না’

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান রাজি হচ্ছেন না পিএসজির প্রস্তাবে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছেফাইল ছবি: এএফপি

কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ দলের নাম তো সবার জানাই ছিল—রিয়াল মাদ্রিদ। এক মৌসুম ধরে সেটাই সত্যি বলে মানছিলেন সবাই। কিন্তু সব পাল্টে গেল গত কদিনে। কাতার ঘুরতে গেলেন পিএসজির সবাই। এমবাপ্পে গেলেন পরিবার নিয়ে। সেখান থেকে ফিরতেই ভোজবাজির মতো সব বদলে গেল। কাতার থেকে ফেরার সপ্তাহ পেরোনোর আগেই পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।

চুক্তি নবায়নের সময় চোখ কপালে তোলা আর্থিক সব প্রস্তাব বুঝে নিয়েছেন এমবাপ্পে। সে সঙ্গে জোগাড় করেছেন বেশ কিছু প্রতিশ্রুতি। এর মধ্যে একটি ছিল, কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়োগ দিতে হবে। এ নিয়ে কাজ শুরুও করে দিয়েছে পিএসজি। কিন্তু এমবাপ্পের এই স্বপ্নটা বোধ হয় পূরণ হচ্ছে না। পিএসজির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি।

চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাচ্ছেন এমবাপ্পে। সে সঙ্গে বছরে করবাদে ১৫ কোটি ইউরো। এমন আকাশচুম্বী বেতন-বোনাসই নয়, আরও বেশ কিছু শর্তে এমবাপ্পে পিএসজির সঙ্গে নিজের সম্পর্কটা দীর্ঘায়িত করেছেন। ইএসপিএনের ফরাসি ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ইউলিয়ান লরেন্স কালই শর্তগুলো জানিয়ে দিয়েছেন। প্রথম শর্ত, পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোকে ছাঁটাই করতে হবে।

ফরাসি সংবাদমাধ্যমের দাবি, এরই মধ্যে সে কাজটা সম্পূর্ণ করেছে পিএসজি। কাল মধ্যরাতেই লিওনার্দোকে বিদায় দেওয়া হয়েছে। পরবর্তী ক্রীড়া পরিচালক হিসেবে মোনাকোতে এমবাপ্পের সঙ্গে কাজ করা লুইস কাম্পোসকেই পছন্দ পিএসজির। এমবাপ্পের দ্বিতীয় শর্ত, নেইমারকে বিদায় দিতে হবে ক্লাব থেকে। গত বছরই চুক্তি নবায়ন করা নেইমারের চুক্তি ২০২৫ পর্যন্ত। তবু এরই মধ্যে খবর এসেছে, নেইমারকে বিক্রি করে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে!

রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন জিদান
ছবি: সংগৃহীত

এমবাপ্পের তিন নম্বর শর্ত ছিল জিনেদিন জিদানকে কোচ করা। মরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে পছন্দ নয় এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের প্রতি এমবাপ্পের আগ্রহের কেন্দ্রে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জিনেদিন জিদান। এমবাপ্পের কোচ হওয়ার ব্যাপারে জিদানও আগ্রহী ছিলেন। ২০১৩ ও ২০১৭ সালে এমবাপ্পেকে রিয়ালে পাওয়ার চেষ্টায় জিদানই ইন্ধন জুগিয়েছিলেন। তাই এবার জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখার বড় সম্ভাবনা জেগেছিল।

এই শর্তে পিএসজির কোনো আপত্তি থাকার কথা নয়। এ বছরের শুরু থেকেই তো সে চেষ্টা চালাচ্ছে তারা। স্বয়ং কাতারের আমির জিদানের সঙ্গে যোগাযোগ করছিলেন, যেন তিনি এ দায়িত্ব নিতে রাজি হন। নিয়মিত যোগাযোগও হচ্ছিল। এক বছর ধরে বসে থাকা জিদান রাজি হলে বিস্ময়ের কিছু ছিল না।

কিন্তু ফ্রেঞ্চ সংবাদমাধ্যম তেলেফুত একটু আগে খবর দিয়েছে, পিএসজির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান। জিদান না করায় এখন সাবেক খেলোয়াড় থিয়াগো মোত্তাকে কোচ করার কথাই ভাবছে পিএসজি, এমন শোনা যাচ্ছে।