পুরোনো শিষ্য জাভি ভালোই করবেন, বিশ্বাস গার্দিওলার

পেপ গার্দিওলা ও জাভিছবি : টুইটার

দুজনের ক্যারিয়ার-গ্রাফে অনেক বেশি মিল।


দুজনই বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ার গ্র্যাজুয়েট। দুজনই ইয়োহান ক্রুইফের বিখ্যাত দর্শন ধারণ করেন অন্তরে। মাঠে দুজনের ভূমিকাও মোটামুটি একই ছিল। দুজন খেলেছেন সতীর্থ হিসেবেও। খেলোয়াড় গার্দিওলা যখন বার্সেলোনা ছাড়লেন, গার্দিওলার জায়গাটাই নিজের করে নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। শুধু নিয়েছিলেন বলাটা ভুল হবে, বার্সেলোনার খেলোয়াড় হিসেবে গার্দিওলার চেয়ে ঢের বেশি সাফল্য পেয়েছেন জাভি।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ফাইল ছবি: এএফপি

কিন্তু বার্সেলোনায় কার অধীনে খেলে জাভি অধিকাংশ শিরোপা জিতেছেন? পেপ গার্দিওলার। এই পেপ গার্দিওলাই যখন কোচ হয়ে মাঠের বাইরে থেকে দলের কৌশল ঠিক করে দিতেন, মাঠের ভেতর সে কৌশল বাস্তবায়নের দায়িত্ব থাকত জাভির ওপর। মাঠে গার্দিওলার মুখপাত্র ছিলেন জাভি।

সেই জাভিই এবার সাবেক গুরু ও সতীর্থ গার্দিওলার পথ ধরে নাম লেখালেন বার্সেলোনার কোচ হিসেবে। এখন ডাগআউটে দাঁড়িয়ে জাভিই নির্ধারণ করবেন বার্সেলোনার সব কলাকৌশল। ঠিক এই যুগ আগে গার্দিওলা যা করতেন!

বার্সার কোচ হয়েছেন জাভি
ছবি: রয়টার্স

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বার্সেলোনাই জানিয়ে দিয়েছে কোচ হিসেবে জাভিকে নিয়োগ দানের খবরটা।


বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখ ঘুরে গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটির কোচ। আজ ম্যানচেস্টার ডার্বি। গার্দিওলার দল লড়বে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে তো কথা হলোই, কথা উঠলে জাভিকে নিয়েও। জাভি বার্সেলোনার কোচ হয়েছেন, শুনেই আকর্ণবিস্তৃত এক হাসি দেখা গেল গার্দিওলার মুখে।

দুজন সতীর্থও ছিলেন বার্সায়

সাবেক শিষ্য এত বড় দায়িত্ব পাচ্ছেন, গুরু গর্বিত না হয়ে কীভাবে পারেন!
তবে আনুষ্ঠানিকভাবে কোচ হওয়ার পর জাভি যে গার্দিওলার সঙ্গে কথা বলেননি, সেটা বোঝা গেল, ‘আমি এখনো ওর সঙ্গে এ নিয়ে কথা বলিনি। তবে চুক্তির খবরটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই তার জন্য আমার শুভকামনা থাকবে।’


জাভি যে বার্সেলোনার কোচ হিসেবে সফল হবেন, এ নিয়ে নিঃসন্দেহ গার্দিওলা, ‘আমি একদম নিশ্চিত ও অসাধারণ কাজ করবে বার্সেলোনার কোচ হিসেবে।’