পেনাল্টি মিসে মেসি–রোনালদোর গলাগলি

পেনাল্টি মিসে এখন সমান সমান মেসি–রোনালদো।রয়টার্স ফাইল ছবি

এই সময়ের সেরা ফুটবলার কে?

প্রশ্নটার উত্তরে ঘুরেফিরে দুটি নামই আসে। কারও চোখে সেরা লিওনেল মেসি, কারও চোখে ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন ও পর্তুগিজ দুই মহাতারকাকে সেরা বানাতে সাক্ষীসাবুদেরও তো অভাব নেই ভক্তদের। গোলের পর গোল করে, ম্যাচের পর ম্যাচে জাদুকরি সব মুহূর্ত উপহার দিয়ে সব আকর্ষণ তো চুম্বকের মতো নিজেদের দিকেই টেনে নিয়ে যান একুশ শতকের সেরা দুই ফুটবলার।

এমন দুজন ফুটবলারের একজনকে চেয়ে আরেকজনের চেয়ে খুব বেশি এগিয়ে রাখার মতো যুক্তিও খুঁজে পাওয়া যায় না। যদিও ক্যারিয়ার আগে-পরে শুরু হওয়ায় ম্যাচসংখ্যায় কিংবা গোলসংখ্যায় দুজনের পার্থক্য ভালোই আছে। তবে কাল রাতে মেসি-রোনালদোকে মিলিয়ে দিয়েছে একটি পরিসংখ্যান। ওই পরিসংখ্যান অবশ্য পারলে লুকিয়ে ফেলেন দুজনই।

পরিসংখ্যানটা পেনাল্টি মিসের। কাল রাতে সিরি’আতে আতালান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তাঁর দলও। ফুটবল ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সিআর সেভেনের এটি ২৬তম পেনাল্টি মিস। একই ওয়েবসাইটের হিসাব বলছে, লিওনেল মেসিও ক্যারিয়ারে পেনাল্টি মিস করেছেন ২৬টি।

আতালান্তার বিপক্ষে পেনাল্টি মিসের পর ক্রিস্টিয়ানো রোনালদো।
ছবি: রয়টার্স

অথচ একটা সময়ে পেনাল্টি মিস করায় বড় দুর্নামই ছিল বার্সেলোনা অধিনায়কের। ২০২০ শুরুর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পেনাল্টি মিসে বেশ এগিয়ে ছিলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টি–ব্যর্থতার পরিসংখ্যান ২০২০ সালের শুরুতেও ২৬-ই ছিল। অন্যদিকে এই সময়ে তিনটি পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোনালদো।

২০২০ সালে রোনালদো প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে। এরপর গত ২৬ জুলাই সিরি’আতে সাম্পদোরিয়ার বিপক্ষে মিসের পর কাল আতালান্তার বিপক্ষে এই মিস। করোনার বছরে অবশ্য পেনাল্টি থেকে গোলও কম পাননি দুই বছর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসা রোনালদো। এই সময়ে পেনাল্টি থেকে ১৭টি গোল পেয়েছেন জুভ তারকা।

মেসি সর্বশেষ পেনাল্টি মিস করেছেন ২০১৯ সালের ১৫ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর আর্জেন্টিনা ও বার্সার হয়ে ১০টি পেনাল্টি নিয়ে ১০টিতেই গোল পেয়েছেন। চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ বাছাইপর্ব মিলিয়ে মেসি পেনাল্টি থেকে গোল পেয়েছেন ৬টি। এ মৌসুমে রোনালদোর পেনাল্টি গোলও ৬টি।

পেনাল্টি থেকে গোল করার সাফল্যের হারে এখনো মেসির চেয়ে এগিয়ে রোনালদো।
রয়টার্স ফাইল ছবি

পেনাল্টি থেকে মোট গোলের হিসাবে অবশ্য মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৩৩টি গোল ৩৫ বছর বয়সী রোনালদোর। অন্যদিকে ৩৩ বছর বয়সী মেসির পেনাল্টি গোল ৯৭টি।

পেনাল্টিতে সাফল্যের শতকরা হারেও এগিয়ে রোনালদো। পেনাল্টিতে তাঁর সাফল্যের হার শতকরা ৮৩.৬৫। মেসির পেনাল্টি সাফল্যের হার ৭৮.৮৬।

পেনাল্টিতে মেসি-রোনালদো

তথ্যসূত্র: ট্রান্সফার মার্কেট