পেলে–বেকহামদের পথে হাঁটতে চান মেসি

বলের সঙ্গে মেসির মিতালী ফুটবলে দেখার মতো দৃশ্যগুলোর একটিছবি: এএফপি

মেসি কি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন? ছাড়লে কোথায় যাবেন? প্রিয় গুরু পেপ গার্দিওলার অধীনে সিটিতে, নাকি প্রিয় বন্ধু নেইমারের সঙ্গে যোগ দেবেন পিএসজিতে? নাকি সাবেক গুরু ডিয়েগো ম্যারাডোনার মতো ইতালিয়ান লিগ মাতাতে যোগ দেবেন ইন্টার বা জুভেন্টাসে?

এখনো কিছুই নিশ্চিত নয়।

তবে এসব আলোচনায় মেসি নিজের একটা ছোট্ট ইচ্ছা জানিয়েছেন। বার্সা ছেড়ে তাঁর কোথায় যাওয়ার ইচ্ছা আছে, সে কথাই বলেছেন আর্জেন্টাইন তারকা। এর পাশাপাশি মেসি এ কথাও জানিয়েছেন, বার্সেলোনা ছাড়বেন কি না, সে ব্যাপারে তিনি নিজেই নিশ্চিত নন।

তবে ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর আশাবাদী হওয়ার কোনো কারণ নেই।

ইউরোপের বড় কোনো ক্লাবের নাম নেননি মেসি। বলতে গেলে, কোনো ক্লাবেরই নাম নেননি এই আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো এক সময়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান তিনি। তবে সেটা এখনই নয়, ‘আমি সব সময়ই বলেছি, আমি এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। কিন্তু সেটা এখনই নয়।’

এর আগে ক্যারিয়ার-সায়াহ্নে এসে যুক্তরাষ্ট্রের লিগ খেলেছেন ডেভিড বেকহাম, পেলে, আন্দ্রেয়া পিরলো, দাভিদ ভিয়া, ইব্রাহিমোভিচদের মতো তারকারা।

অনেকেই এই লিগকে বড় তারকাদের ‘বৃদ্ধাশ্রম’ বলে থাকেন। কারণ একটাই, ক্যারিয়ারের শেষ দিকে অধিকাংশ ইউরোপীয় তারকা এই লিগে আসেন বাড়তি কিছু অর্থ উপার্জনের আশায়।

মেসির কথা শুনে মনে হচ্ছে, সে অভিজ্ঞতা অর্জনে আগ্রহী তিনিও।

তবে সেটা কবে, সে জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেননি এই তারকা। বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হলে কী হবে, সেটাও জানেন না।

বার্সেলোনা-পরবর্তী জীবন নিয়ে ধোঁয়াশাই রেখে দিয়েছেন মেসি, ‘কীভাবে এই মৌসুমটা শেষ হবে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমার মনে হয় না মৌসুম শেষে আমি কী করব, সেটা নিয়ে এখনই কথা বলা উচিত। আর সত্যি বলতে, আমি নিজেও জানি না আমি কী করব। আমি জানি না আমি বার্সেলোনা ছাড়ব কি না। তবে একটা জিনিস নিশ্চিত, আমি যদি ক্লাব ছাড়ি, আমি চাইব একটা সুন্দর পরিস্থিতির মধ্যেই যেন বিদায়টা হয়।’