প্রযুক্তির সহায়তায় পাওয়া শিকের গোলেও জিততে পারেনি চেকরা

প্যাট্রিক শিককে ঘিরে চেক প্রজাতন্ত্রের সতীর্থদের উচ্ছ্বাস।ছবি: রয়টার্স

ঘটনা ৩২ মিনিটের। এরপর খেলা হয়েছে ২ মিনিট। কিন্তু ক্রােয়েশিয়ার ডি-বক্সের মধ্যে পড়ে ছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। রেফারি ভিএআরের সাহায্য নেন ঘটনাটি পুরো দেখার জন্য। চেক প্রজাতন্ত্র কর্নার পেয়েছিল। আর ডানপ্রান্ত থেকে আসা কর্নারটি তেমন ভয়ংকর কিছু ছিল না। তবে হেড করতে লাফিয়ে ওঠা শিকের নাকে লাগে ক্রোয়াট ডিফেন্ডার লভরেনের কনুই। নাক দিয়ে রক্তও বেরিয়েছে শিকের। রেফারি ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরা অবশ্য আপত্তি করেছিল। কিন্তু সেই আপত্তিতে কর্ণপাত করেননি রেফারি।

পেনাল্টিটি শিকই নিয়েছেন। নাক দিয়ে তখন তাঁর রক্ত ঝরলেও সেদিকে খেয়াল ছিল না। শিকের পুরো দৃষ্টি ছিল ক্রোয়াট গোলপোস্ট আর গোলকিপার ডমিনিক লিভাকোভিচের দিকে। খুব ঠাণ্ডা মাথায় তিনি বল জালেও জড়িয়ে দেন। শিককে ঘিরে আনন্দে মাতে চেক খেলোয়াড়েরা। এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে শিকের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করে চেক প্রজাতন্ত্র। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত ৩ গোল নিয়ে তিনিই এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতা। ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকুসহ ২টি করে গোল করেছেন ৮ জন।

পেনাল্টি থেকে গোল করেছেন প্যাট্রিক শিক।
ছবি: রয়টার্স

২ মিনিট পরই সমতায় ফেরার অসাধারণ এক সুযোগ পেয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি আন্তে রেবিচ। তাঁর বাঁ পায়ের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। সমতায় ফেরার ভালো সুযোগ এরপরও দু-একটি পেয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু কখনো নিজেদের ভূল, কখনো আবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে চেক রক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে ক্রামারিকের বাঁকানো শট আটকা পড়েছে চেক গোলকিপার ভাকলিকের বিশ্বস্ত হাতে। আরেকটি ক্রােয়াট আক্রমণ বিফলে গেছে রেবিচের উদ্দেশ্যবিহীন শটের কারণে। আসলে মারিও মানজুকিচের অভাবটা ফরোয়ার্ডে খুব টের পেয়েছে জ্লাতকো দালিচের দল।

ক্রোয়েশিয়াকে সমতায় ফেরানো গোলের পর ইভান পেরিসিচকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স

শিকের গোলের আগেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে দুই দলই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন শিক নিজেই। কিন্তু চেক ফরোয়ার্ড সহজ সুযোগ থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন। সুযোগ পেয়েছিলেন রেবিচ ও ইভান পেরসিচও। কিন্তু সহজ সুযোগ হেলায় হারানোয় এগিয়ে যেতে পারেনি ক্রোয়াটরা।

দ্বিতীয়ার্ধের শুরুটাই ক্রোয়েশিয়া করে গোল শোধের মরিয়া ভাব নিয়ে। এর পুরস্কারও খুব দ্রুতই পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে দুর্দান্ত গতিতে বক্সের ভেতরে ঢুকে পড়েন পেরিসিচ। চেক প্রজাতন্ত্রের এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

ক্রােয়েশিয়াকে সমতায় ফেরানো গোলের পর ইভান পেরিসিচ।
ছবি: রয়টার্স

ম্যাচের ৫৬ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পায় চেকরা। কিন্তু আক্রমণভাগের মতো রক্ষণেও ভূমিকা রাখতে এগিয়ে আসেন পেরিসিচ। চেক প্রজাতন্ত্রের দুজন খেলোয়াড়ের পা হয়ে আসা বল বিপদমুক্ত করেন তিনি। প্রথমার্ধে বিচ্ছিন্ন এক দ্বীপ হয়ে থাকা ক্রোয়েশিয়ার সবচেয়ে অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ যেন দ্বিতীয়ার্ধে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় নামেন। মাঝমাঠে তাঁর পায়ে রচনা হয় বেশ কয়েকটি আক্রমণ। কিন্তু রেবিচ-পেরিসিচরা আবার নিষ্প্রভ হয়ে পড়ায় সেগুলো আর গোলে রূপ নেয়নি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুই দলই একটু রক্ষণাত্মক হয়ে পড়ে। চেষ্টা করে প্রতিআক্রমণাত্ম ফুটবল খেলতে। সেই চেষ্টায় দুই দলই কয়েকবার গোলের সুযোগও তৈরি করে। কিন্তু ৮২ মিনিটে চেক প্রজাতন্ত্রের সসেক আর ৮৮ মিনিটে ক্রোয়েশিয়ার পেরিসিচ খুব ভালো দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ড্রয়ের পর ২ ম্যাচে চেক প্রজাতন্ত্রের পয়েন্ট একটি করে জয় ও ড্রয়ে ৪। আর ক্রোয়েশিয়া এই প্রথম পয়েন্ট পেয়েছে এবারের ইউরোতে।