প্রাচুর্যের চত্বরে রিয়ালের আভিজাত্যের উল্লাস

লিগ শিরোপার উদ্‌যাপন আগেই হয়ে গেছে। কিন্তু সেটির চেয়েও রিয়াল মাদ্রিদের কাছে বড় আকাঙ্ক্ষার শিরোপা তো বড় দুই কানওয়ালা এই ট্রফিই! সেটিও এসে গেছে। প্যারিসে গত পরশু লিভারপুলকে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। অবিশ্বাস্য মৌসুমে স্পেনের পর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটও গেছে—মাদ্রিদে উচ্ছ্বাসের রঙ এখন সাদা! সিবেলেস স্কয়ার রঙিন সাদায়, সাদা কনফেত্তির ওড়াওড়ি চারিদিকে। রোমান প্রাচুর্যের দেবীর মূর্তির চারপাশে সমর্থকদের নিয়ে উল্লাস করেছেন মার্সেলোরা। সিবেলেস স্কয়ারের পর নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও চ্যাম্পিয়নস লিগ নিয়ে বিজয়ীর বেশে ফিরেছেন আনচেলত্তি, কোর্তোয়া, বেনজেমা, ভিনিসিয়ুস, মার্সেলোরা। ছবিতে ছবিতে রিয়ালের উদ্‌যাপনের ক্ষণ...
১ / ১৯
বিমান থেকে নামার আগে চ্যাম্পিয়নস লিগ নিয়ে পুরো দলের একটা ছবি হয়ে যাক!
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
২ / ১৯
তখনো রাতের আঁধার কাটেনি। তবু আনচেলত্তি আর তাঁর দলকে অভিবাদন জানাতে রাস্তায় মানুষের অভাব হয়নি।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৩ / ১৯
কনফেত্তি তো নয়, যেন সাদা ফুলের স্নিগ্ধতায় রিয়ালকে বরণ।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৪ / ১৯
কত মানুষ! ‘কাম্পিওনেস দে ইউরোপা’—ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লেখা গাড়িতে করে রিয়াল মাদ্রিদকে সিবেলেস স্কয়ারে যেতে এখন নিয়মিতই দেখে মাদ্রিদ, সর্বশেষ আট বছরেই দেখেছে পাঁচবার। কিন্তু দলকে অভিবাদন জানাতে উপস্থিতির সংখ্যায় কখনোই ভাটা পড়ে না। অমৃতে অরুচি হয় নাকি কারও?
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৫ / ১৯
সাদা কনফেত্তিতে ভেসে গিয়ে সিবেলেসকে মাদ্রিদের সাদা স্কার্ফ পরিয়ে দিলেন রিয়াল অধিনায়ক মার্সেলো। ট্রফি হাতে সমর্থকদের নিয়ে উদ্‌যাপনের উচ্ছ্বাস তাঁর চোখেমুখে
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৬ / ১৯
কী অসাধারণ না দৃশ্যটা? সাদা কনফেত্তিগুলোকে রাতের আকাশে তারা বলেই যেন ভ্রম হয়। এর মধ্যেই সিবেলেস স্কয়ারে ট্রফি হাতে মার্সেলো
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৭ / ১৯
চোখে কালো চশমা, অঙ্গভঙ্গি আমুদে... ভিনিসিয়ুস আর বেনজেমাকে দেখে মনে হতে পারে, যেন দুই র‍্যাপার দারুণ হিট কোনো গান ধরেছেন!
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৮ / ১৯
দ্য ব্রাজিলিয়ান গ্যাং! চ্যাম্পিয়নস লিগ সঙ্গে নিয়ে রিয়ালের পাঁচ ব্রাজিলিয়ান—(বাঁ থেকে) রদ্রিগো, মিলিতাও, কাসেমিরো, মার্সেলো, ভিনিসিয়ুস।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৯ / ১৯
আহা, কী আলোর ঝলকানি! সিবেলেস থেকে উদ্‌যাপন হলো রিয়ালের ‘ঘরে’—সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানে দলকে অভ্যর্থনা জানাতে কী দারুণ আয়োজন। যেন সাদা আলোয় ভেসে যাওয়া।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১০ / ১৯
চ্যাম্পিয়নস লিগের পাশে কার্লো আনচেলত্তি, পেছনে পুরো দল! বাজি ধরে বলা যায়, একমাত্র কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড গড়া ইতালিয়ান সমর্থকদের উদ্দেশে ভাষণেও নিজের অর্জন নিয়ে কিছুই বলেননি।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১১ / ১৯
‘দেখো, তোমাদের জন্য আমাদের উপহার!’—বার্নাব্যুকে চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা উঁচিয়ে ধরে দেখাচ্ছেন অধিনায়ক মার্সেলো, তাঁর চারপাশে ঘিরে দাঁড়িয়ে সতীর্থ-কোচরা।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১২ / ১৯
অধিনায়ক হিসেবে ট্রফিটা উঁচিয়ে ধরার পর আবেগে ভেসে গেলেন মার্সেলো। যাওয়ারই কথা, এটিই যে রিয়ালে ব্রাজিলিয়ান লেফটব্যাকের শেষ মৌসুম। ১৫ বছরের রিয়াল-অধ্যায়ের শেষটা এর চেয়ে ভালোভাবে আর হতে পারত না তাঁর জন্য।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৩ / ১৯
বিদায়বেলায় সতীর্থদের কাছ থেকে এমন অভিবাদন, এমন শিরোপার উদ্‌যাপন...মার্সেলোর এ বিদায়েও সুখ আছে, গর্ব আছে।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৪ / ১৯
‘দেয়ার ইজ অনলি ওয়ান কোর্তোয়া’—তাঁর নামের পাশে ‘১’ দেখে এমনটা মনে আসতেই পারে। ছবিটা ১৪ নম্বরে রাখা ইচ্ছাকৃতই—রিয়ালের ১৪তম চ্যাম্পিয়নস লিগ যে বারবার কোর্তোয়ার কথাই বলবে।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৫ / ১৯
আলাবা আর তাঁর চেয়ার! পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জয়ের পর উদ্‌যাপনে অস্ট্রিয়ান সেন্টারব্যাকের চেয়ার উঁচিয়ে ধরা যেন অন্য আবেদন নিয়েই হাজির হয়েছে। এরপর থেকে প্রতি উদ্‌যাপনে আলাবার হাতে চেয়ার থাকেই। চ্যাম্পিয়নস লিগের উদ্‌যাপনেই-বা বাদ যাবে কেন!
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৬ / ১৯
কিংবদন্তিতুল্য এক মাঝমাঠ। আট বছরে রিয়ালের পাঁচ চ্যাম্পিয়নস লিগ জয়ে ‘হার্টবিট’ তো ছিল ক্রুস-কাসেমিরো-মদরিচের এই মাঝমাঠই।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৭ / ১৯
বেনজেমা, ভিনিসিয়ুস, কোর্তোয়া, মদরিচদের কথা তো বারবারই আসবে। কিন্তু রিয়ালের এবারের চ্যাম্পিয়নস লিগে এই মানুষগুলোর অবদানই-বা কে ভুলবে! সান্তিয়াগো বার্নাব্যুতে উদ্‌যাপনে পাশাপাশি দাঁড়িয়ে ফ্রেমবন্দী রিয়ালের কোচিং স্টাফের সদস্যরা।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৮ / ১৯
দ্য বয়েজ ব্যান্ড! আনচেলত্তি আর তাঁর খেলোয়াড়দের বার্নাব্যু প্রদক্ষিণের ছবিটা দেখে মনে হতেই পারে, কোনো ব্যান্ডের সদস্যরা গালিচায় হেঁটে যাচ্ছেন।
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
১৯ / ১৯
বার্নাব্যুতে সাদা আলোর ঝলকানি। তার মধ্যে চ্যাম্পিয়নস লিগ সামনে নিয়ে পুরো দলের গ্রুপ ছবি। মৌসুমের শেষে এসে এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে!
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট