প্রিমিয়ার লিগ আবার শুরু পরশু থেকে, সূচি ঠিক থাকবে তো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন সূচি দিল বাফুফেছবি: প্রথম আলো

স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আবারও মাঠে গড়াচ্ছে । আগামী পরশু থেকে স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নতুন এ সূচি আবারও বদলে যাবে কিনা, জানেন না পেশাদার লিগ কমিটির সভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি কিছুটা রসিকতা করেই বলেন, ‘আমি তো আর হাত দেখি না। ভবিষ্যৎও বলতে পারি না। তাই বলতে পারছি না লিগ আবার স্থগিত হয়ে যাবে কিনা।’

সালাম মুর্শেদী আজ প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা ৩ আগস্ট থেকে পুনরায় খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে আগের মতোই খেলা চলবে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ যে সব কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন সবই নিয়েছি আমরা।’

এবারের ফুটবল লিগ নিয়ে যেন রীতিমতো তামাশায় মেতে উঠেছে বাফুফে। গত ৩০ জুলাই বিকেল চারটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। একটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, অন্যটি কমলাপুর স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উদ্দেশে রওনাও হয়ে গিয়েছিল পুরান ঢাকার রহমতগঞ্জ এমএফএস আর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার খবর মাঝপথে পাওয়ার পর তারা আবার ফিরে আসে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে বাফুফে এক বিবৃতিতে জানিয়ে দেয়, লিগের বাকি খেলাগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সালাম মুর্শেদী বললেন লিগ সময়মতো শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
ফাইল ছবি

করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো লিগ স্থগিত হলো। ১ জুলাই বিধিনিষেধ শুরু হওয়ার মধ্যে প্রথম দিন খেলা চালিয়ে গভীর রাতে খেলা স্থগিত করেছিল বাফুফে।

ঈদের পর ২৪ জুলাই থেকে আবারও বাফুফে খেলা চালাতে চেয়েছিল বিধিনিষেধের মধ্যেই। ২৩ জুলাই রাতে আবারও লিগ স্থগিত করা হয়। এরপর ৩০ জুলাই শুরু লিগের ম্যাচ দুটি খেলতে ক্লাবগুলো স্টেডিয়ামে যাওয়ার জন্য রওনা হওয়ার পর জানতে পারে খেলা হবে না। অপেশাদারির সর্বোচ্চ নমুনা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ কমিটি।

সালাম মুর্শেদী অবশ্য জানিয়েছেন লিগ সময়মতো শেষ করার সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন তারা, ‘আমরা লিগটা শেষ করতে চাই। এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’