প্রিয় বন্ধুদের ছাড়াই আর্জেন্টিনার হয়ে নামবেন মেসি

দলে মেসি আছেন, নেই আগুয়েরো।ছবি : এএফপি

তেমন কোনো চমক নেই দলে। মোটামুটি নিয়মিত সব নামই জায়গা করে নিয়েছেন আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের প্রাথমিক দলে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আগামী ৮ ও ১৩ অক্টোবর যথাক্রমে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে লড়বেন লিওনেল মেসিরা।

প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ দুটি হওয়ার কথা ছিল গত মার্চে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দুই দফা সূচি স্থগিত করা হয়। অবশেষে কয়েক দিন আগে ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। ঘোষণাটা আসতে না আসতেই নিজেদের প্রাথমিক দল ঘোষণা করে দিল আর্জেন্টিনা।

নিয়মিত মুখগুলোর মধ্যে দলে নেই মেসির দুই ‘প্রিয় বন্ধু’ পিএসজির মিডফিল্ডার আনহেল দি মারিয়া ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো। গত মৌসুম শেষ করেই করোনায় আক্রান্ত হয়েছেন দি মারিয়া, ওদিকে আগুয়েরোর হাঁটুর চোট। অস্ত্রোপচারের আশ্রয় নিতে হবে এ তারকাকে, তাই দলে জায়গা পাননি।

দলের অধিনায়ক লিওনেল মেসি এই দুই ম্যাচ খেলতে পারবেন কি না, সংশয় ছিল। গত বছর কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখায় পরের একটি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (এএফএ) ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির ওই শাস্তির জন্য নির্ধারিত আইনি সময়সীমা পার হয়ে যাওয়ায় বাছাইপর্বের ম্যাচ খেলতে তাঁর আর কোনো সমস্যা নেই। ফলে মেসিকে নিয়েই বাছাইপর্বের ম্যাচে নামবে আকাশি-সাদারা।

গত মৌসুমে আতালান্তার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আলেহান্দ্রো গোমেজ জায়গা করে নিয়েছেন। আছেন সদ্যই আর্সেনাল থেকে মূল গোলরক্ষক হওয়ার আশায় অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া এমিলিয়ানো মার্তিনেজও। আক্রমণভাগে মেসি-দিবালা-লওতারোর পাশাপাশি দলে জায়গা করে নিয়েছেন লুকাস আলারিও, লুকাস ওকাম্পোসের মতো তারকারাও। আছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনেও।

গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)
হুয়ান মুসো (উদিনেসে)
অগুস্তিন মার্চেসিন (পোর্তো)
এস্তেবান আনদ্রাদা (বোকা জুনিয়র্স)
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার
নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি)
হুয়ান ফয়েথ (টটেনহাম হটস্পার)
জেরমান পেৎসেয়া (ফিওরেন্তিনা)
লুকাস মার্তিনেস কার্তা (রিভার প্লেট)
রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল)
লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই)
গনসালো মন্তিয়েল (রিভার প্লেট)
নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ)
ওয়াল্টার কানেমান (গ্রেমিও)
নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)
মার্কাস আকুনিয়া (স্পোর্তিং লিসবন)
ফাকুন্দো মেদিনা (লাঁস)

মিডফিল্ডার
লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি)
জিওভান্নি লো সেলসো (টটেনহাম হটস্পার)
রদ্রিগো দে পল (উদিনেসে)
এদুয়ার্দো সালভিও (বোকা জুনিয়র্স)
গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস)
এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)
নিকোলাস দমিঙ্গেস (বোলোনিয়া)
অ্যালেক্সিস ম্যাকআলিস্টার (ব্রাইটন)
মাতিয়াস জারাচো (রেসিং ক্লাব)

ফরোয়ার্ড
লিওনেল মেসি (বার্সেলোনা)
পাওলো দিবালা (জুভেন্টাস)
লওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)
আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা)
লুকাস ওকাম্পোস (সেভিয়া)
হোয়াকিন কোরেয়া (লাৎসিও)
ক্রিস্টিয়ান পাভন (এলএ গ্যালাক্সি)
লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন)
জিওভান্নি সিমিওনে (ক্যালিয়ারি)
নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)