‘ফাঁকতালে’ বার্সার জার্সিতে প্রথম হ্যাটট্রিক অবামেয়াংয়ের

পিয়েরে এমেরিক অবামেয়াংছবি : রয়টার্স

শটটা দেখার মতো ছিল।

বল নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকতে গিয়েই বাধার মুখে পড়লেন ফেরান তোরেস। প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর অলদারেতের ট্যাকলের কারণে বল চলে গেল বক্সের মুখে এগিয়ে আসা পেদ্রির পায়ে। তাঁর ডান পায়ের মাপা শট সামনে থাকা অবামেয়াংয়ের পিঠে লেগে জড়িয়ে যায় ভ্যালেন্সিয়ার জালে। অবামেয়াং, ফ্রেঙ্কিরা সঙ্গে সঙ্গেই পেদ্রিকে অভিনন্দন জানাতে ছুটে যান। ৬৩ মিনিটে হওয়া এই গোলটা নিঃসন্দেহে ম্যাচের সেরা। সেরা হলেও, ওই যে অবামেয়াংয়ের পিঠে লেগে বল জালে জড়িয়েছিল! সে জন্য গোলটা কার ভাগ্যে চূড়ান্তভাবে লেখা হবে, সেটি নিয়ে সন্দেহ ছিল।

মাঠে গোলের উদযাপনটা হয়েছিল পেদ্রিকে ঘিরেই
ছবি : রয়টার্স

খেলা শেষে রেফারির রিপোর্ট অবসান ঘটাল সব সন্দেহের। তাতে পেদ্রির তাতে মন খারাপ হবে, কারণ তাঁর অসাধারণ শট থেকে আসা গোলটার কৃতিত্ব আনুষ্ঠানিকভাবে এই স্প্যানিশ মিডফিল্ডারকে দেওয়া হয়নি।

বরং পিঠে লাগার কারণে ফাঁকতালে সে গোলের কৃতিত্ব পেয়ে গেছেন গত মাসেই আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া অবামেয়াং। গতকালই প্রথম বার্সেলোনার মূল একাদশের হয়ে খেলতে নেমেছিলেন যিনি।

রেফারির এই সিদ্ধান্তের কারণে মূল একাদশের হয়ে প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিকের স্বাদ পেয়ে গেছেন এই গ্যাবনিজ স্ট্রাইকার। ৪-১ ব্যবধানে বার্সেলোনার জেতা ম্যাচটায় আরও দুটি গোল যে আগেই করে ফেলেছিলেন!

ফলে এই মৌসুমে সব মিলিয়ে দশ গোল হয়ে গেল অবামেয়াংয়ের। আর্সেনালের জার্সি গায়ে এর আগে সাতটা গোল করে ফেলেছিলেন, যার শেষটা এসেছিল গত অক্টোবরে, অ্যাস্টন ভিলার বিপক্ষে। এরপরেই বিশৃঙ্খল জীবনযাপনের জন্য আর্সেনালের কোচ মিকেল আরতেতার চক্ষুশূল হয়েছেন। ফলাফল, লন্ডন ছেড়ে অবামেয়াং এখন বার্সেলোনায়, জাভির গোল করার অন্যতম প্রধান মাধ্যম।

গতকাল প্রথম গোল করেই অবশ্য ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন অবামেয়াং। তাঁর আগে লা লিগার ইতিহাসে গ্যাবনের কেউ গোল করেননি, হ্যাটট্রিক তো বহু দূরের কথা।

এদিকে ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্কুয়াকা জানিয়েছে, একবিংশ শতাব্দীতে অবামেয়াংই প্রথম খেলোয়াড়, যিনি ফরাসি লিগ আঁ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মান বুন্দেসলিগায় হ্যাটট্রিক করেছেন। অর্থাৎ মাঠ যে দেশেই হোক না কেন, গোল করার কাজে অবামেয়াংয়ের পা চলে সমান তালে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে বার্সেলোনা ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে চলে এসেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭।