ফিগো-রোনালদোর সাবেক সতীর্থের ‘অস্বাভাবিক’ মৃত্যু

পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বার্সেলোনার সাবেক গোলকিপার আরনাউ।ছবি: টুইটার

খুব যে বড় তারকা ছিলেন, তা বলা যাবে না। সব সময় অন্য গোলকিপারদের ছত্রচ্ছায়াতেই থাকতে হয়েছে তাঁকে। কখনো পর্তুগালের ভেতর বাইয়া, কখনো আবার নেদারল্যান্ডসের রুদ হেস্প অথবা স্পেনের পেপে রেইনা—ফ্রান্সেস অরনাউ বার্সেলোনায় সব সময়ই পালন করেছেন এঁদের ‘ডেপুটি’ গোলকিপারের দায়িত্ব। বার্সেলোনায় পাঁচ বছর কাটানো সেই অরনাউ এবার পৃথিবীরই মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন না–ফেরার দেশে।

মৃত্যুর সময় অরনাউর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। গ্লাভসজোড়া খুলে রাখার পর ফুটবল প্রশাসক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। সর্বশেষ ছিলেন রিয়াল ওভেইদোর ক্রীড়া পরিচালকের দায়িত্বে। অরনাউর মৃত্যুসংবাদটি সবার আগে জানিয়েছে ওভেইদো, নিজেদের টুইটার অ্যাকাউন্টে। অরনাউর মৃত্যুটা অবশ্য স্বাভাবিক নয়, ওভেইদোর এক রেললাইনের কাছে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ কী তা এখনো স্পষ্ট নয়।

১৬ বছরের পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনা ছাড়াও খেলেছেন মালাগার হয়ে। কখনো স্পেনের জাতীয় দলে না খেললেও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন নিয়মিত। বার্সেলোনায় যখন ছিলেন, তখন বাইয়া-হেস্প-রেইনা ছাড়াও সতীর্থ ছিলেন রোনালদো নাজারিও, লুইস ফিগো, রিভালদো, পেপ গার্দিওলা, লুইস এনরিকে, হুলেন লোপেতেগির মতো তারকাদের।

২০১৯ সাল থেকে রিয়াল ওভেইদোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অরনাউ। এর আগে মালাগাতেও একই দায়িত্বে ছিলেন। ২০১৫ সালে মালাগাতে দায়িত্ব নেওয়ার পর ক্লাবের যুব প্রকল্পে রেখেছেন অনেক ভূমিকা।

শুধু তা–ই নয়, কিছুদিন আগেও ঘরের ছেলের ঘরে ফেরার একটা সুযোগ তৈরি হয়েছিল। বার্সেলোনার নবনির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে অরনাউকে ক্যাম্প ন্যুতে ফেরাবেন, এমন শোনা গেলেও শেষাবধি সে পরিকল্পনা আলোর মুখ দেখেনি। সেটা আর কোনো দিন আলোর মুখ আলোর মুখ দেখবেও না। এখন যে অরনাউর জীবনের আলোই নিভে গেছে!