ফুটবল মাঠে থাকবে লকডাউনেও
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল থেকে পরবর্তী সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। তবু এই সময়ে মাঠে থাকবে ঘরোয়া ফুটবল।
প্রিমিয়ার লিগের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও চলবে বলে জানিয়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
পেশাদার লিগ ফুটবলে এখন ১৭তম রাউন্ডের খেলা চলছে। সূচি অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহেই শেষ হবে লিগ। খেলা চালিয়ে নেওয়ার বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘সামনে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। আমাদের দেশের জন্য এটা বড় পরীক্ষা। তাই স্বাস্থ্যবিধি মেনে পুরোপুরি দর্শকশূন্য স্টেডিয়ামে লিগ চালিয়ে যাব আমরা। স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে, তা পুরোপুরি মানা হবে।’
তবে এই সময়ে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে প্রিমিয়ার লিগের খেলা। কাল মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়নশিপ লিগের খেলা চলছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।