ফুটবলকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী জার্মান

জার্মানির সতীর্থদের সঙ্গে খেদিরা।ছবি: সংগৃহীত

২০১৮ বিশ্বকাপের পর আর জার্মানির হয়ে খেলা হয়নি। ইওয়াখিম ল্যুভের দলে আসলে ব্রাত্যই হয়ে পড়েছিলেন সামি খেদিরা। ক্লাব ফুটবলে যদিও এখনো বেশ নিয়মিত। এ বছর ফেব্রুয়ারিতে জুভেন্টাস থেকে যোগ দিয়েছেন হার্থা বার্লিনে। তবে সেখানে ক্যারিয়ারটা আর দীর্ঘ করার ইচ্ছা নেই খেদিরার। মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান এই মিডফিল্ডার।

২০০৯ সালে জার্মানির জার্সিতে অভিষেকের পর খেলেছেন ৭৭ ম্যাচ, ৭টি গোলও আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছেন। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে তো পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদও। তবে ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানির বাজে পারফরমারদের একজন ছিলেন খেদিরা। এরপর আর জাতীয় দলে সুযোগ হয়নি তাঁর।

সামি খেদিরা।
ছবি: সংগৃহীত

স্টুটগার্ট, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন খেদিরা। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ (২০১৩-১৪), কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।

জুভেন্টাসের হয়ে জিতেছেন পাঁচটি ইতালিয়ান লিগ, তিনটি ইতালিয়ান কাপ ও একটি সুপার কাপ। রোববার হফেইনহেইমের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন হার্থা বার্লিনের এই ৩৪ বছর বয়সী মিডফিল্ডার।

হার্থা বার্লিনের জার্সিতে খেদিরা।
ছবি: রয়টার্স

অবসরের সিদ্ধান্ত জানিয়ে জার্মান এই মিডফিল্ডার বলেছেন, ‘১৫ বছরের ক্যারিয়ার শেষ করাটা আমার জন্য কঠিন ছিল। কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত।’ খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা খেদিরার, ‘আমি ফুটবলেই থাকব। কোন ভূমিকায় থাকব, দেখা যাক।’