বাংলাদেশকে দুঃসংবাদ দিলেন মামুনুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের বাম হাতের কবজিতে চিড় ধরা পড়েছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাতে বলের আঘাত পান তিনি। সেখান থেকেই এই চোট।  

প্রথমে বিষয়টি গুরুতর মনে না হওয়ায় সোমবার ও কাল অনুশীলন করেন মামুনুল। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় কাল এক্স-রে করানো হয়। রিপোর্টে দেখা যায় তাঁর হাতে চিড় ধরেছে। চোটের বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল নিজেই।  

হাতে বলের আঘাত পেয়েছেন মামুনুল
ছবি: সংগৃহীত

চোটের ব্যাপারে প্রথম আলোকে মিডফিল্ডার মামুনুল বলেন, ‘গতকালের ( সোমবার) অনুশীলনে বাম হাতের কবজিতে জোরে বল লেগেছিল। তখন তেমন কিছু মনে হয়নি। আজও অনুশীলন করেছি। তবে ব্যথা বেড়ে যাওয়ায় এক্স-রে করানো হয়। রিপোর্টে হাতে চির ধরা পড়েছে।’

এ জন্য ডাক্তার তাঁকে তিন সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানান মামুনুল।

তবে ফুটবলে হাতের চোট পেলেও অনুশীলন চালিয়ে নেওয়া যায়। ভালো অনুভব করলে অনুশীলন চালিয়ে যেতে চান মামুনুলও। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৭ নভেম্বর।