বাংলাদেশকে ফাইনালে পাঠাল নেপাল

নেপাল দল।
ছবি: গোল নেপাল

‘বাংলাদেশকে ফাইনালে নিয়ে যেতে চাই আমরা’, কথাটি বলেছিলেন নেপাল জাতীয় দলের সহকারী অধিনায়ক রোহিত চাঁদ। আজ সন্ধ্যায় নেপালের কল্যাণে তিন জাতি টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিতও করেছে বাংলাদেশ। কিন্তু নিজেদের ফাইনালে নেওয়ার কাজটি পরিপূর্ণ করতে পারেনি নেপাল।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেপাল। আগে থেকেই জানা ছিল স্বাগতিকেরা না হারলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনালে চলে যাবে বাংলাদেশ। ম্যাচটি ড্রয়ের ফলে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে জিতেছিল জেমি ডের দল।

আজ গোলশূন্য এক ম্যাচ হলো দশরথে।
ছবি: গোল নেপাল

তিন দলের টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে, সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে। আজকের ম্যাচ শেষে এক ম্যাচ খেলে নেপালের পয়েন্ট এক, দুই ম্যাচ শেষ করে কিরগিজস্তানের পয়েন্টও সমান এক। এখন পর্যন্ত শুধু বাংলাদেশের পয়েন্টই ৩।

শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এ ম্যাচের ওপরেই নির্ভর করছে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল। নেপাল হার এড়াতে পারলেই স্বাগতিকেরাই বাংলাদেশের শিরোপার লড়াইয়ের প্রতিপক্ষ। ২৯ মার্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালটি।