বাংলাদেশি-ইউরোপিয়ানদের চ্যালেঞ্জ জানাচ্ছেন ভারতীয় সুব্রত

ঢাকায় পা রাখার পর ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য (বাঁ থেকে দ্বিতীয়) ও আরামবাগে তাঁর সহকারী কোচদের সেলফি।ছবি: সংগৃহীত

প্রধান কোচ সুব্রত ভট্টাচার্যসহ ভারত থেকে পাঁচজন নতুন কোচ নিয়োগ দিয়েছে আরামবাগ ক্রীড়াসংঘ। ২২ অক্টোবর সড়কপথে বাংলাদেশে আসার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র না থাকায় বেনাপোল থেকে ফেরত যেতে হয়েছিল তাঁদের। অবশেষে আকাশপথে বাংলাদেশে এসেছেন ভারতীয় কোচেরা। আজ দুপুরে প্রধান কোচ সুব্রত আর তাঁর সহকারী কোচ চন্দন রাঠোর, ফিজিও সঞ্জয় বোস ও ম্যাসিয়ার গনেশ দালুই ঢাকা পৌঁছেছেন। গেইম অ্যানালিস্ট শেখ আজিজুল ঢাকায় এসেছেন বৃহস্পতিবার।

আজ একসঙ্গে নীলফামারী জেলার পথে রওনা হয়েছেন পুরো কোচিং স্টাফ। কয়েক দিনের মধ্যেই সেখানে শুরু হবে আরামবাগের কন্ডিশনিং ক্যাম্প। ধাপে ধাপে ক্যাম্পে ওঠানো হবে খেলোয়াড়দের। বিষয়টি নিশ্চিত করেছে আরামবাগ ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকায় পা রেখেই চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রধান কোচ সুব্রত। প্রথম আলোর সঙ্গে আলাপকালে স্থানীয় ও ইউরোপিয়ান কোচদের সঙ্গে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তিনি, ‘আমি জানি এখানে অনেক ভালো স্থানীয় কোচের সঙ্গে অনেক ইউরোপিয়ান কোচ কাজ করবেন। তাঁদের বিপক্ষে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আমি তরুণ ফুটবলারদের নিয়ে একটি দল গঠন করতে চাই। ক্লাবকে বলে দিয়েছি সব ২১-২২ বছর বয়সের খেলোয়াড়দের নিতে।’

গত ২২ অক্টোবর বেনাপোল বন্দরে ঢোকার পথে সুব্রত ও তাঁর সহকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র না থাকায় সেদিন বাংলাদেশে ঢুকতে পারেননি তাঁরা।
ছবি: সংগৃহীত।

এএফসি ‘এ’ সনদধারী এ ভারতীয় কোচ যথেষ্ট অভিজ্ঞ। তিনি ভারতে ভাস্কো ডি গোয়া, ইন্ডিয়ান অয়েল এফসি ছাড়াও আই লিগে মুম্বাই এফসি ও কলকাতা মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সুব্রত ২০১৭ সালে বাংলাদেশের ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবেও কাজ করেছেন। তবে এক মাসের মাথায় চাকরি ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন তিনি। আরামবাগে তাঁর সহকারী হিসেবে থাকবেন মিলন মোল্লা। গত মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন তিনি।

ফেডারেশন কাপ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর। ক্যাসিনো-কাণ্ডের পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আরামবাগ। এরই মধ্যে ঘানা জাতীয় দলে খেলা দুই ফুটবলার সাদিক এডামস ও ইব্রাহিম মোরোকে চূড়ান্ত করেছে তাঁরা। এ ছাড়া এশিয়ান কোটায় নেওয়া হয়েছে আফগানিস্তানের মিডফিল্ডার ফারদিন হাকিমিকে।

করোনার কারণে বাতিল হয়ে যাওয়া মৌসুমে ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে ছিল আরামবাগ।