বাংলাদেশি পরিচয়ে নেমেই কিংসলির গোল, তারিক কাজীর লাল কার্ড

কিংসলির গোলের পর তাঁকে ঘিরে উচ্ছ্বাস বসুন্ধরা সতীর্থদের।ছবি: প্রথম আলো

এলিটা কিংসলি আজ বসুন্ধরা কিংসের একাদশে জায়গা পাবেন? পেলে মাঠে নেমে কেমন খেলবেন?

প্রশ্নগুলো বাতাসে ভাসছিল আজ সকাল থেকে। দেশের ফুটবল সমর্থকদের সব আগ্রহ জমা হয়েছিল কিংসলিকে ঘিরেই। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর নাইজেরিয়ায় জন্ম নেওয়া এই স্ট্রাইকারের প্রথম ম্যাচ বলে কথা!

প্রথম প্রশ্নের উত্তর, হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে কিংসলির জন্য প্রশংসাই বরাদ্দ থাকছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরার ২–১ গোলের জয়ে দুর্দান্ত খেলেছেন কিংসলি। ম্যাচে লাল কার্ড দেখেছেন ফিনল্যান্ডে প্রবাস জীবন থেকে এসে বাংলাদেশের হয়ে খেলতে থাকা ডিফেন্ডার তারিক কাজী।

৮৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক কাজী। তবে কোনো ফাউল করে লাল কার্ড দেখেননি তিনি। ধারণা করা হচ্ছে, রেফারির সঙ্গে অসদাচরণ করেছেন।

প্রায় দেড় বছর প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকলেও তাঁর পায়ে যে মরচে ধরেনি, তা প্রমাণ করতে বেশি সময় নেননি কিংসলি। ২৯ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে জোনাথন ফার্নান্দেজের ক্রসে বক্সের মধ্যে থেকে লাফিয়ে উঠে হেডে গোলটি করেন গত মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ৩১ বছর বয়সী স্ট্রাইকার।

প্রথাগত নাম্বার নাইন হলেও কিংসলিকে ৪–৩–৩ ফরমেশনে লেফট উইংয়ে খেলিয়েছেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন। ৬০ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে বাঁ পাশের উইং ধরেই আলো ছড়ালেন কিংসলি।

করোনার কারণে লিগে বিরতি পড়ার পর আজকের ম্যাচ দিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরেছে ঘরোয়া ফুটবল। দুই দলের খেলাতেই ফুটে উঠেছে লম্বা বিরতির ছাপ। বসুন্ধরা যেভাবে বল দখলে রেখে আক্রমণ করে খেলায় অভ্যস্ত, আজ তা সেভাবে দেখা যায়নি। অন্যদিকে পাল্টা আক্রমণে বসুন্ধরাকে বারকয়েক ঝাঁকুনি দিলেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি রহমতগঞ্জও।

আর্জেন্টাইন রাউল বেসেরা আজও গোল পেয়েছেন।
ছবি: প্রথম আলো

অবশ্য চার মিনিটেই এগিয়ে যেতে পারত রহমতগঞ্জ। আইভরি কোস্টের স্ট্রাইকার ক্রিস রেমির শট সে যাত্রায় দারুণভাবে ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলকিপার আনিসুর রহমান। এরপর থেকে উল্টো দিকে রহমতগঞ্জ গোলকিপার রাসেল মাহমুদকেই ব্যস্ত থাকতে হয়।

১৫ মিনিটে গোল করার ভালো একটি সুযোগ পেয়েছিলেন কিংসলি। বক্সের মধ্যে থেকে নেওয়া তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান রাসেল। মিনিট পাঁচেক পর জোনাথনের পাস থেকে কিংসলির ফ্লিক চলে যায় রাসেলের গ্রিপে।

কিন্তু ৩০ মিনিটে কিংসলির সামনে আর বাধা হয়ে দাঁড়াতে পারেননি রহমতগঞ্জের গোলকিপার। জোনাথনের ক্রসে কিংসলির হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়।

৩৯ মিনিটেই সমতায় ফেরে রহমতগঞ্জ। বক্সের বাইরে থেকে নেওয়া রেমির শট দূরের পোস্ট ঠেকানোর সাধ্য ছিল না বসুন্ধরা গোলকিপার আনিসুরের।

লাল কার্ড দেখছেন তারিক কাজী (৪০ নম্বর জার্সি)।
ছবি: প্রথম আলো

তবে সমতায় ফেরার আনন্দে বেশিক্ষণ থাকতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি। ৪৪ মিনিটে জোনাথনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা।

দ্বিতীয়ার্ধে চার খেলোয়াড়কে বদলি নামায় বসুন্ধরা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার মাহাদী ইউসুফ খান। ৮১ মিনিটে তৌহিদুল আলমের জায়গায় মাঠে নামেন তিনি।

এর আগে ৭২ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজীও। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকা হয়নি তারিকের। ৮৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

তবে কোনো ফাউল করে লাল কার্ড দেখেননি তিনি। ধারণা করা হচ্ছে, রেফারির সঙ্গে অসদাচরণ করেছেন। তবে শেষ কয়েক মিনিট ১০ খেলোয়াড় নিয়ে খেললেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বসুন্ধরার।

এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।