বাংলাদেশের জার্সিতে ‘জাতিসংঘ দিবস’, ইংলিশ ছেলেটি কে

জেমি ডে’র পুত্র টিলার বাংলাদেশের জার্সিতেছবি: ফেসবুক

প্রতিবেদনের ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, ছেলেটি বাংলাদেশি নয়। এরপর মনে হতে পারে, তাহলে ছেলেটির মা অথবা বাবা বাংলাদেশি, সে সুবাদেই এমন ছবি তোলা। সে ভাবনাও ঠিক নয়। তাহলে তার গায়ে বাংলাদেশের জার্সি কেন?

কারণ, ছেলেটির বাবার নাম জেমি ডে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ। জেমির চার ছেলের মধ্যে টিলার তৃতীয়, বয়স ১০। বাবার সূত্র ধরেই টিলারের বাংলাদেশের সমর্থক হয়ে ওঠা। আর স্কুলের বিশেষ দিনে বাংলাদেশকেই পরিচিত করার জন্য বেছে নিয়েছে সে। ছেলের বাংলাদেশের জার্সি-প্যান্ট পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন জেমি।

চাকরি হারিয়েও জেমি ডে’র হৃদয়ে এখনো বাংলাদেশ
ছবি: বাফুফে

ইংল্যান্ড থেকে জেমি প্রথম আলোকে বলছিলেন, ‘আমার ছেলের স্কুলে জাতিসংঘ দিবস পালন করা হয়েছে। এই দিবসে ইচ্ছা করলে সে ইংল্যান্ডের বাইরে যেকোনো দেশের জার্সি পরতে পারত। কিন্তু আমার ছেলে বাংলাদেশের জার্সি বেছে নিয়েছে।’

জেমি তিন বছরের বেশি সময় জাতীয় দলের কোচ ছিলেন। চুক্তি অনুযায়ী এখনো তাঁর বাংলাদেশের কোচ থাকার কথা ছিল। কিন্তু গত বছর হঠাৎ কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এরপর জেমি ফিরে গেছেন ইংল্যান্ডে। কিন্তু এখনো চুক্তি অনুযায়ী তাঁকে নিয়মিত বেতন পরিশোধ করতে হয় বাফুফেকে এবং সেটি এ বছরের আগস্ট পর্যন্ত করতে হবে।