বাংলাদেশের বিপক্ষে আগেই খেলতে চায় কাতার

নেপালের সঙ্গে ম্যাচের পরই কাতার যেতে পারে বাংলাদেশ।ফাইল ছবি: প্রথম আলো

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশের। সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বের ম্যাচ এত দিনে শেষ হয়ে যেত বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাস সবকিছু থমকে দিয়েছে। এরই মধ্যে দুইবার স্থগিত হয়ে গিয়েছে বাছাইপর্বের ম্যাচ। বাকি ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, সে সূচি এখনো জানায়নি ফিফা বা এএফসি। তবে আগামী মাসেই কাতারের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে নামতে পারে বাংলাদেশ।

বাছাইপর্বে প্রতিটি দলকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হয়। ২০১৯ সালের অক্টোবরে কাতারের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়েও ২-০ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা। পরের ম্যাচটা কাতারের মাঠে হবে। এখন সে ম্যাচটিই ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জেগেছে। এমন এক সম্ভাবনার কথা স্বীকার করেছেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

বাছাইপর্বে শেষ চার ম্যাচের প্রথমটি আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। সেটা ঘরের মাঠেই খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ছিল কাতারের বিপক্ষে। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু ফিফা এখনো নতুন সূচি দেয়নি। এর মধ্যেই আগামী ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহ জানিয়েছে কাতার। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেই কাতারে রওনা হতে পারেন জামাল ভূঁইয়ারা।

হঠাৎ এখন কেন বাছাইপর্বের ম্যাচ? এই ব্যাপারে কাজী নাবিল আহমেদ বলেন, ‘কাতার ফিফার কাছে আবেদন করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে খেলতে। কাতার আমাদেরও জিজ্ঞাসা করেছে, আমরা খেলতে পারব কি না! আমাদের পক্ষে কোনো আপত্তি নেই। কাতারকে এখন ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমতি নিতে হবে।’ দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাজী নাবিল।

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল।
ফাইল ছবি: প্রথম আলো

কাতারকে কোয়ারেন্টিনের ব্যাপারে শর্ত দিয়েছে বাংলাদেশ। কোয়ারেন্টিন চলাকালে অনুশীলনের অনুমতি চেয়েছে বাফুফে, ‘কাতারে গিয়ে ১৪ দিনের যে কোয়ারেন্টিনে থাকতে হবে, সে সময়ে আমরা যেন অনুশীলন করতে পারি, সে শর্ত দিয়েছি।’ সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশ ১৯ নভেম্বর কাতার রওনা হবে বলে জানিয়েছেন কাজী নাবিল।
এখন পর্যন্ত বাছাইপর্বের ‘ই’ গ্রুপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে কাতার।